মিষ্টি সিঙ্গারা (mishti shingara recipe in Bengali)

Ivy Chatterjee
Ivy Chatterjee @cook_23790829
কলকাতা

#আমার প্রথম রেসিপি
#পরিবারের প্রিয় রেসিপি

মিষ্টি সিঙ্গারা (mishti shingara recipe in Bengali)

#আমার প্রথম রেসিপি
#পরিবারের প্রিয় রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

এক ঘন্টা
4 জন
  1. 200 গ্রামময়দা
  2. 100 গ্রামসুজি
  3. 300 গ্রামচিনি
  4. 250 গ্রামঘী
  5. 4 টে ছোটো এলাচ
  6. 20টিকাজু
  7. 20 টি কিসমিস
  8. 100মিলিদুধ

রান্নার নির্দেশ সমূহ

এক ঘন্টা
  1. 1

    পুর তৈরি করা:-গ্যাসে কড়া বসিয়ে তাতে 2 টেবিল চামচ ঘী গরম করে, এলাচ গুলো ফাটিয়ে দিয়ে দিতে হবে তারপর সুজি দিয়ে একটু হলকা করে ভেজে নিতে হবে। এরপর অল্প অল্প করে দুধ দিতে হবে আর অনবরত নাড়তে হবে, ভালো করে পুরো দুধটা মেশানো হয়ে গেলে 100 গ্রাম চিনি দিতে হবে আর কাজু কিসমিস মিশিয়ে দিতে হবে। চিনি গলে গিয়ে একটু শুকনো হলেই পুর রেডি ।

  2. 2

    চিনির সিরা তৈরি:- অন্য একটি পাত্র গ্যাসে বসিয়ে তাতে বাকি চিনি দিয়ে প্রথমে ক্যারামেল করে নিতে হবে তারপর তাতে চিনির দ্বিগুণ পরিমাণ জল দিয়ে দিতে হবে। সিরা সামান্য চটচটে হয়ে গেলে গ্যাস অফ করে দেবেন।

  3. 3

    সিঙাড়া তৈরি :-একটি পাত্রে ময়দা নিয়ে তাতে ২ চামচ সাদা তেল ময়াম দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর অল্প অল্প জল দিয়ে ময়দা মেখে নিতে হবে। লেচি তৈরি করে, ডিম্বাকৃতি মতন বেলে মাঝখান দিয়ে কেটে নিতে হবে। কাটা অংশটি সিঙ্গারার আকারে তৈরি করে পুর ভরে নিতে হবে। এরপর কাটা চামচ দিয়ে হাল্কা করে গর্ত করে দিতে যাতে ভাজার সময় সিঙ্গারার গায়ে ফুলে না ওঠে।

  4. 4

    সিঙ্গাড়া ভাজা ও সিরায় দেওয়া:- গ্যাসে কড়াই বসিয়ে ঘি গরম করে সিঙ্গাড়া গুলো ভেজে নিতে হবে। এরপর সিরা গ্যাসে বসিয়ে লো ফ্লেমে রেখে তাতে ভাজা সিঙ্গাড়া দিয়ে ভালো করে নেড়েচেড়ে 2 মিনিট রাখার পর তুলে নিয়ে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন।

  5. 5

    মিষ্টি সিঙাড়া পরিবেশন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ivy Chatterjee
Ivy Chatterjee @cook_23790829
কলকাতা
স্কুল টিচার, রান্না করা আমার প্যাসন
আরও পড়ুন

Similar Recipes