চিড়ের পোলাও(chirer polau recipe in Bengali)

Deepabali Sinha
Deepabali Sinha @cook_22411313

চিড়ের পোলাও(chirer polau recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩জন
  1. ২০০গ্রাম চিড়ে ধুয়ে জল ঝাড়ানো
  2. ১টা বড় আলু সেদ্ধ করে ছোট করে কাটা
  3. ২টো পেঁয়াজ কুচি
  4. ২টো কাঁচা লঙ্কা কুচি
  5. ১/২চা চামচ আদা গ্রেট
  6. ৫০গ্রাম বাদাম ভাজা
  7. ১/৪চা চামচ হলুদ গুঁড়ো
  8. ১/২ চা চামচ পাঁচ ফোঁড়ন
  9. ১ টা শুকনো লঙ্কা
  10. ৩চা চামচ ধনেপাতা কুচি
  11. ৫চা চামচ ঝুরিভাজা বা চানাচুর
  12. স্বাদ মতোলবণ
  13. পরিমাণ মততেল
  14. ১টা মাঝারি টমেটো কুচি
  15. ২টেবিল চামচ গাজর কুচি
  16. ১/২ পাতিলেবুর রস

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    গুছিয়ে নিলাম তেল গরম হলে ফোড়ন দিয়ে নেড়ে পেঁয়াজ দিয়ে একটু ভেজে হলুদ দিয়ে নেড়ে টমেটো ও লবণ দিয়ে আর একটু নেড়েনিয়ে আলু ও কাঁচা লঙ্কা ও আদা দিয়ে নাড়াচাড়া করে চিড়ে দিয়ে খুব ভালো করে নেড়ে নিতে হবে

  2. 2

    বাদাম ভাজা দিয়ে নেড়ে নামিয়ে উপর থেকে লেবুর রস দিয়ে নেড়ে পরিবেশনের সময় ধনে পাতা ও পেঁয়াজ কুচি, ঝুড়িভাজা ছড়িয়ে পরিবেশন করবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Deepabali Sinha
Deepabali Sinha @cook_22411313

Similar Recipes