ছাতুর পরোটা(chatur paratha recipe in Bengali)

Chameli Chatterjee
Chameli Chatterjee @cook_23071175

#ব্রেকফাস্ট রেসিপি

ছাতুর পরোটা(chatur paratha recipe in Bengali)

#ব্রেকফাস্ট রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ২কাপময়দা
  2. ১কাপছাতু
  3. ১টাপেঁয়াজ কুচি
  4. ২টোলঙ্কা কুচি
  5. ১/৪ চা চামচআদা বাটা
  6. ২ চা চামচপাতি লেবুর রস
  7. ১/৪ চা চামচজোয়ান
  8. স্বাদ অনুযায়ীনুন আর চিনি
  9. প্রয়োজন অনুযায়ীতেল
  10. ১/৪ চা চামচজিরে গুঁড়ো
  11. ১/৪ চা চামচগরম মশলা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে একটি বাটিতে ময়দা নিয়ে তাতে নুন, দুই চামচ তেল, জোয়ান সব কিছু মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে মেখে নিয়ে ১০-১৫মিনিট ঢেকে রাখতে হবে।

  2. 2

    এবার আর একটি বাটি নিয়ে তাতে ছাতু, আদা বাটা, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, নুন,চিনি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, লেবুর রস সব কিছু দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে।

  3. 3

    এবার ময়দা থেকে লেচি কেটে নিয়ে তাতে ছাতুর পুর ভরে ভালোভাবে বেলে নিতে হবে।

  4. 4

    এবার একটা ফ্রাই প্যানে অল্প করে তেল ছড়িয়ে পরোটা গুলো এক এক করে সব ভেজে নিয়ে তুলে নিতে হবে।

  5. 5

    গরম গরম ছাতুর পরোটা আচার এর সাথে serve করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Chameli Chatterjee
Chameli Chatterjee @cook_23071175

Similar Recipes