সুজির উপমা(suji upma recipe in Bengali)

Papiya Alam
Papiya Alam @swaad123
Dubai ,UAE

#ব্রেকফাস্ট রেসিপি

সুজির উপমা(suji upma recipe in Bengali)

#ব্রেকফাস্ট রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

15মিনিট
2 জনের জন্য
  1. 1/2 কাপসুজি
  2. 1টেবিল চামচঘি
  3. 1.5 কাপজল
  4. 1 টেবিল চামচতেল
  5. 1/2 চা চামচকালো সরষে
  6. 1/2 চা চামচগোটা জিরে
  7. 1 চা চামচমাসকলাই ডাল
  8. কারিপাতা 5-6টি
  9. 1/2 চা চামচআদা কুচি
  10. 1 টি পেঁয়াজ কুচি (মাঝারি আকারের)
  11. 2 টেবিল চামচচিনা বাদাম
  12. 3 টেবিল চামচগাজর কুচি
  13. 3 টেবিল চামচবিন্স কুচি
  14. স্বাদ অনুযায়ীকাঁচা লঙ্কা কুচি
  15. স্বাদ অনুযায়ীলবণ
  16. 1 চিমটিচিনি (অপশনাল)
  17. প্রয়োজন অনুযায়ীধনেপাতা কুচি

রান্নার নির্দেশ সমূহ

15মিনিট
  1. 1

    একটি পাত্রে ঘি গরম করে করে 4-5 মিনিট সুজি ভাল করে ভেজে নিতে হবে।

  2. 2

    অন্য একটি পাত্রে 1,1/2 গ্লাস জল গরম করে নিতে হবে। বাদাম শুকনো খোলায় ভেজে নিতে হবে।

  3. 3

    এবার একটি প্যানে তেল গরম করে তাতে সরষে,জিরে, মাসকলাই ডাল দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। এবার কারি পাতা আর আদা কুচি দিয়ে একটু নাড়িয়ে নিতে হবে।

  4. 4

    এবার পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে গাজর আর বিনস, কাঁচা লঙ্কা কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে।

  5. 5

    এবার ভেজে রাখা বাদাম দিয়ে 1 মিনিট নাড়িয়ে নিতে হবে। আগে থেকে ভেজে রাখা সুজি দিয়ে দিতে হবে। সব কিছু ভাল করে মিশিয়ে নিতে হবে। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

  6. 6

    এবার আগে থেকে গরম করা জল একটু একটু করে মেশাতে হবে আর অনবরত নাড়তে হবে ।সব জলটা দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে এক মিনিট রান্না করতে হবে।

  7. 7

    এই পর্যায়ে চিমটি পরিমাণ চিনি (অপশনাল) আর ধনেপাতা দিয়ে ভাল করে মিশিয়ে নিতে হবে। গ্যাস থেকে নামিয়ে নিতে হবে।

  8. 8

    ধনেপাতা কুচি দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Papiya Alam
Papiya Alam @swaad123
Dubai ,UAE
"I'm just someone who likes cooking and for whom sharing food is a form of expression"
আরও পড়ুন

Similar Recipes