চিকেন তেহারি(chicken tehari recipe in Bengali)

Soumyashree Roy Chatterjee
Soumyashree Roy Chatterjee @cook_20212524

#প্রিয় লাঞ্চ রেসিপি

চিকেন তেহারি(chicken tehari recipe in Bengali)

#প্রিয় লাঞ্চ রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৫০০ গ্রামচিকেন
  2. ৩ কাপচাল
  3. ১ চা চামচহলুদ গুঁড়ো
  4. ১ চা চামচআদা বাটা
  5. ১ চা চামচরসুন বাটা
  6. ২ চা চামচপেঁয়াজ বাটা
  7. ১ চা চামচজিরে ও ধনে গুড়ো
  8. স্বাদমতোলবণ
  9. পরিমান মতোজল
  10. ২ চা চামচ ধনেপাতা কুচি
  11. ১ টিপেঁয়াজ কুচি বড়
  12. ১ চা চামচগোটা গরম মশলা (লবঙ্গ,দারচিনি, এলাচ)
  13. ১ চা চামচগরম মশলা গুড়ো
  14. ১ চা চামচ ঘি
  15. ২ টো আলু
  16. ১ চা চামচকাশ্মীরী লংকা গুড়ো
  17. ২ চা চামচটক দই
  18. ১/২ চা চামচচিনি
  19. ৪ চা চামচতেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে কুকার এ তেল দিয়ে তাতে লংকা গুড়ো ও হলুদ দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে নিতে হবে এবং পরে মাংস টা ভালো করে ভেজে নিতে হবে।

  2. 2

    এবার সব মশলা গুলো ভালো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।

  3. 3

    লবণ দিতে হবে। এবার টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। কষাতে হবে কিছু সময়।

  4. 4

    এবার গরম মশলা দিতে হবে।এবার ধুয়ে রাখা চাল দিতে হবে। (১ ঘঃ ভিজিয়ে রেখেছিলাম সরু চাল নয় বলে) ভালো করে নেড়ে নিতে হবে।

  5. 5

    ধনেপাতা কুচি দিতে হবে। আলু গুলো দু ভাগ করে কেটে ভেজে দিতে হবে।

  6. 6

    গরম জল দিতে হবে আমি ৩ কাপ চালের জন্য ৬ কাপ জল দিয়েছি।লবণ প্রয়োজন হলে দিতে হবে সামান্য আর চিনি টা দিতে হবে।

  7. 7

    মিডিয়াম টু হাই ফ্লেমে ১ টা সিটি দিয়ে, ১৫ মিনিট দমে রেখে ঢাকা খুলেছি।ঘি দিয়ে কিছু সময় রেখে পরিবেশন করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Soumyashree Roy Chatterjee

Similar Recipes