চিকেন তরিওয়ালা (chicken tariwala recipe in Bengali)

Dustu Biswas
Dustu Biswas @cook_17647620

#প্রিয় লাঞ্চ রেসিপি
বাঙালী এমন এক জাতি যে ভারতের সব প্রদেশের খাবার কে আপনকরে নিয়েছে।এই রান্নাটি পাঞ্জাব প্রদেশের অন্তর্গত। গোটা মশলা এই রান্নায় ব্যবহার করা হয়েছে।

চিকেন তরিওয়ালা (chicken tariwala recipe in Bengali)

#প্রিয় লাঞ্চ রেসিপি
বাঙালী এমন এক জাতি যে ভারতের সব প্রদেশের খাবার কে আপনকরে নিয়েছে।এই রান্নাটি পাঞ্জাব প্রদেশের অন্তর্গত। গোটা মশলা এই রান্নায় ব্যবহার করা হয়েছে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩৫মিনিট
৪ জন
  1. ৭৫০গ্রামমুরগির মাংস
  2. ৪টে পেঁয়াজ কুচি করা
  3. ১/২ কাপটমেটো পিউরি
  4. ২চা চামচরসুন বাটা
  5. ১টেবিল চামচ আদা বাটা
  6. ১/২ কাপটকদই
  7. ১টেবিল চামচলাল লঙ্কার গুঁড়ো
  8. ৩-৪টেতেজপাতা
  9. ১চা চামচগোটা ধনে
  10. ১চা চামচগোটা জিরে
  11. ১চা চামচগোটা গোলমরিচ
  12. ৩-৪টেছোট এলাচ
  13. ১টাবড় এলাচ
  14. ২টেবিল চামচঘি
  15. ৩টেবিল চামচসাদা তেল
  16. ১চা চামচগরম মশলার গুঁড়ো
  17. ১চা চামচকসুরি মেথি
  18. ১/২ কাপধনেপাতা কুচি
  19. ১টেবিল চামচহলুদ গুঁড়ো
  20. স্বাদমতোনুন
  21. ৪-৫টাকাঁচালঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

৩৫মিনিট
  1. 1

    মাংসে টকদই, হলুদ গুঁড়ো, ১টেবিলচামচ সাদাতেল মাখিয়ে ম্যারিনেট করতে হবে ১ঘন্টা।

  2. 2

    কড়াইতে ঘি আর সাদাতেল দিয়ে সমস্ত রকম গোটা মশলা ফোঁড়ন দিতে হবে।

  3. 3

    সুগন্ধ ছাড়লে পেঁয়াজ কুচি দিয়ে স্যঁতে করতে হবে।

  4. 4

    পেঁয়াজ স্বচ্ছ হয়ে এলে আদা রসুন বাটা দিয়ে কষতে হবে।

  5. 5

    তেল ছাড়লে দই মাখানো মাংস কড়াইতে দিয়ে তেল ছাড়া পর্যন্ত কষতে হবে।

  6. 6

    রান্নায় জলের ব্যবহার করা যাবে না তাই ঢেকে রান্না করা প্রয়োজন। বার বার ঢেকে ঢেকে রাঁধলে মাংস সুসিদ্ধ হবে।

  7. 7

    কষা হলে আর মাংসের রং পরিবর্তন হয়ে গেলে গরম মশলার গুঁড়ো, আর কসুরি মেথি ছড়িয়ে গ্যাস বন্ধ করতে হবে।

  8. 8

    একটুক্ষণ ঢেকে রেখে ধনেপাতা কুচি দিয়ে আবারো ঢেকে রেখে একটু সময় অপেক্ষা করে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Dustu Biswas
Dustu Biswas @cook_17647620

Similar Recipes