চিকেন মহারানী(Chicken Maharani recipe in Bengali)

RAKHI BISWAS
RAKHI BISWAS @ponka

#ssr
পুজো আসলে আমরা সবাই ভাবি রোজকার একঘেয়ামি খাবার না খেয়ে একটু অন্য ধরনের খাবার খাব. তাই রেস্টুরেন্টে গিয়ে আমরা অন্য খাবার অর্ডার করি. কিন্তু করনা পরিস্থিতিতে সবাইকে নিয়ে ঘুরতে যাওয়া সম্ভব হয়ে ওঠেনা. তাই বাড়িতেই বানিয়ে ফেললাম একটু অন্য ধরনের চিকেনের রান্না চিকেন মহারানী. এই রান্না টির বৈশিষ্ট্য হলো এই রান্নায় কোন জল ব্যবহার করা হয়না. রান্নাটি দুধ দিয়ে সেদ্ধ হবে.

চিকেন মহারানী(Chicken Maharani recipe in Bengali)

#ssr
পুজো আসলে আমরা সবাই ভাবি রোজকার একঘেয়ামি খাবার না খেয়ে একটু অন্য ধরনের খাবার খাব. তাই রেস্টুরেন্টে গিয়ে আমরা অন্য খাবার অর্ডার করি. কিন্তু করনা পরিস্থিতিতে সবাইকে নিয়ে ঘুরতে যাওয়া সম্ভব হয়ে ওঠেনা. তাই বাড়িতেই বানিয়ে ফেললাম একটু অন্য ধরনের চিকেনের রান্না চিকেন মহারানী. এই রান্না টির বৈশিষ্ট্য হলো এই রান্নায় কোন জল ব্যবহার করা হয়না. রান্নাটি দুধ দিয়ে সেদ্ধ হবে.

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
3 জন
  1. মাংস ম্যারিনেশনের উপকরণ
  2. 500 গ্রামমাংস
  3. 1 চা চামচকাশ্মীরি শুকনো লঙ্কাগুঁড়ো
  4. স্বাদমতোলবণ
  5. 2.5টেবিল চামচ টক দই
  6. 1টেবিল চামচ আদা রসুন বাটা
  7. 1 চা চামচকসুরি মেথি
  8. শুকনো মসলার উপকরণ
  9. 1.5 চা চামচমৌরি
  10. 1 চা চামচগোটা জিরা
  11. 1 চা চামচগোটা ধনে
  12. গ্রেভির উপকরণ
  13. 2 টি মাঝারি পেঁয়াজ স্লাইস করা
  14. 1 টি ছোট পেঁয়াজ টুকরো করা
  15. 1 ইঞ্চিআদার টুকরো
  16. 6কোয়া রসুন
  17. 5 টিকাঁচা লঙ্কা
  18. 3টেবিল চামচ তেল
  19. 7 টিকাজুবাদাম
  20. 7 টিখোসা ছাড়ানো আমন্ড বাদাম
  21. 1 কাপদুধ
  22. 1টেবিল চামচ চিলি ফ্লেক্স
  23. 1/2 চা চামচগরম মশলা গুঁড়ো
  24. 1/2টেবিল চামচ কসুরি মেথি
  25. স্বাদ মতলবণ

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    মাংস ভালো করে ধুয়ে জল ঝরিয়ে ম্যারিনেশনের সমস্ত উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে 2 ঘন্টা ধাকা দিয়ে ফ্রিজে রাখতে হবে. শুকনো মসলাগুলো শুকনো তাওয়ায় ভেজে নিয়ে গুরো করে রাখতে হবে. সামান্য দানা দানা থাকবে.
    কাজু বাদাম আর আমন্ড গুলো হাফ কাপ দুধ দিয়ে পেস্ট করে রাখতে হবে. ছোট পেঁয়াজকুচি, রসুন, আদা,কাঁচালঙ্কা একসাথে পেস্ট করে রাখতে হবে.

  2. 2

    2 ঘন্টা পরে গ্যাসে কড়াই বসিয়ে তেল গরম করে স্লাইস করা পেঁয়াজ গুলো দিয়ে নরম করে ভেজে পেঁয়াজ, আদ, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে একটু ভেজে নিয়ে কাঁচা গন্ধটা গেলে ম্যারিনেট করা মাংস দিয়ে ঢাকনা বন্ধ করে 5 মিনিট মিডিয়াম আচে রান্না করতে হবে. পাঁচ মিনিট পরে নেড়েচেড়ে কিছুটা ভাজা গুঁড়া মসলা এরমধ্যে দিয়ে কিছুটা রেখে দিতে হবে. আরো 5-7 মিনিট লো আচে ঢাকা দিয়ে রান্না করতে হবে.

  3. 3

    এবার ঢাকনা খুলে নেড়েচেড়ে দুধ বাদামের পেস্ট, লবণ দিয়ে কিছুক্ষণ নেড়ে আরো হাফ কাপ দুধ এরমধ্যে মধ্যে ঢেলে দিতে হবে. গ্যাসের আচ কমিয়ে রাখতে হবে. ঢাকা দিয়ে মাংস নরম হওয়া পর্যন্ত রান্না করতে হবে. যখন মাংসটা নরম হয়ে যাবে তখন এর মধ্যে গরম মসলা গুরো, কাসুরি মেথি, বাকি ভাজা গুঁড়া মসলা, চিলি ফ্লেক্স দিয়ে নেড়েচেড়ে 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করে গ্যাসের আচ বন্ধ করে দিতে হবে.

  4. 4

    এই রান্নায় কোন জল ব্যবহার করা যাবে না. গ্যাস বন্ধ করার 5 মিনিট পর ঢাকনা খুলে গরম গরম রুটি,পরোটা, পোলাও, নান, ফ্রাইড রাইস সবকিছুর সাথে খাওয়া যেতে পারে.

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
RAKHI BISWAS

Similar Recipes