চিকেন মোমো(chicken momo recipe in Bengali)

Prasadi Debnath
Prasadi Debnath @cook_16030395
Murarai, Birbhum

#স্ন্যাক্স রেসিপি

চিকেন মোমো(chicken momo recipe in Bengali)

#স্ন্যাক্স রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 250 গ্রামচিকেন
  2. 1/2 চা চামচজিরে গুঁড়ো
  3. 1/2 চা চামচলঙ্কা গুঁড়ো
  4. 1/2 চা চামচগোলমরিচ গুঁড়ো
  5. স্বাদ মতোলবণ
  6. 1টা পেঁয়াজ কুচি করা
  7. 4কোয়া রসুন কুচি করা
  8. 1 চা চামচসয়াসস
  9. 1 বাটিময়দা
  10. 1টেবিল চামচ সাদা তেল
  11. স্বাদ মতোলবণ
  12. 1/3 চা চামচচিনি
  13. চাটনির জন্য
  14. 2টো টমেটো
  15. 1 চা চামচলঙ্কা গুঁড়ো
  16. 4কোয়া রসুন কুচি
  17. 1 চা চামচসাদা তেল
  18. 1/2 চা চামচচিনি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথম এ চিকেনের মধ্যে স্বাদ মতো নুন আর সামান্য একটু হলুদ দিয়ে সেদ্দ করে নিতে হবে ।

  2. 2

    তার পর চিকেন গুলো ছোট ছোট টুকরা করে নিতে হবে ।

  3. 3

    নিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচি,রসুন কুচি, লঙ্কা গুঁড়ো,জিরে গুঁড়ো,গোলমরিচ গুঁড়ো ও সয়াসস্ দিয়ে ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে ।নুন টা চেক করে দিতে হবে ।

  4. 4

    ময়দার মধ্যে লবণ,তেল ও চিনি দিয়ে অল্প অল্প করে জল দিয়ে মেখে ডো বানিয়ে নিতে হবে ।

  5. 5

    পাঁচ মিনিট ঢেকে রেখে দিতে হবে ।তার পর ওর থেকে লেচি কেটে বড় রুটির আকারে পাতলা করে বেলে নিতে হবে ।নিয়ে একটা বাটির সাহায্যে গোল করে কেটে নিতে হবে ।

  6. 6

    ওর মধ্যে চিকেনের পুর টা দিয়ে মুড়ে নিতে হবে ।

  7. 7

    একটা কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে তার ওপর একটা ঝাঁঝরি থালা বসিয়ে দিতে হবে ।থালায় একটু তেল ব্রাশ করে দিতে হবে ।

  8. 8

    জল ফুটে উঠলে থালার মধ্যে মোমো গুলো দিয়ে দিতে হবে । ঢাকা দিয়ে 10 মিনিট হতে দিতে হবে ।

  9. 9

    তাহলেই রেডি চিকেন মোমো ।টমেটোর চাটনির সঙ্গে পরিবেশন করেছি ।

  10. 10

    চাটনির জন্য টমেটো সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে পেস্ট করে নিতে হবে ।তার পর একটা প্যান এ তেল দিয়ে গরম হলে তার মধ্যে গ্রেড করা রসুন দিয়ে একটু নেরে নিয়ে ওর মধ্যে টমেটোর পেস্ট টা দিয়ে দিতে হবে ।

  11. 11

    তার পর ওর মধ্যে লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন আর সামান্য একটু চিনি দিয়ে নেড়ে চেরে ঘন হয়ে এলে নামিয়ে নিতে হবে ।ব্যাস রেডি ঝাল মিষ্টি টক টমেটোর চাটনি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Prasadi Debnath
Prasadi Debnath @cook_16030395
Murarai, Birbhum

Similar Recipes