ভেজিটেবল মোমো (vegetable momo recipe in bengali)

Sheela Biswas
Sheela Biswas @sheela_02

#ময়দা
মোমো বললে ছোট বড় সবার প্রিয়। আজ আমি ভেজিটেবল মোমো আর মোমো চাটনির রেসিপি নিয়ে এসেছি ।

ভেজিটেবল মোমো (vegetable momo recipe in bengali)

#ময়দা
মোমো বললে ছোট বড় সবার প্রিয়। আজ আমি ভেজিটেবল মোমো আর মোমো চাটনির রেসিপি নিয়ে এসেছি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ২ কাপ ময়দা
  2. ২ চা চামচ তেল
  3. ১ চিমটি নুন
  4. ১/৪ কাপ বাঁধা কফি কুচি
  5. ১/২ কাপ গাজর কুচি
  6. ১ টা বড় পেঁয়াজ কুচি
  7. ১ চা চামচ আদা কুচি
  8. ১ চা চামচ রসুন কুচি
  9. ৩ টা কাঁচা লংকা কুচি
  10. ২ চা চামচ ধনেপাতা কুচি
  11. ১ চা চামচ গোলমরিচ গুড়ো
  12. ১ চা চামচ সোয়া সস
  13. মোমো চাটনির জন্য
  14. ৩ টা টমেটো
  15. ৬-৭ টা শুকনো লঙ্কা
  16. ১ টা পেঁয়াজ কুচি
  17. ১ চা চামচ রসুন কুচি
  18. স্বাদ অনুযায়ীনুন
  19. পরিমান মততেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে একটা বাউলে ময়দা, নুন ও তেল দিয়ে মিশিয়ে নিতে হবে আর অল্প অল্প জল দিয়ে একটা সফ্ট ডো তৈরি করে নিতে হবে ।আর ঢেকে রাখতে হবে ।

  2. 2

    তারপর সব ভেজিটেবল গুলো কুচি করে কেটে নিতে হবে ।তারপর কড়াইতে তেল গরম করে রসুন কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিতে হবে ।

  3. 3

    তারপর ওর মধ্যে কাঁচা লংকা কুচি, গাজর কুচি ও বাঁধা কফি কুচি দিয়ে হালকা করে ভেজে নিতে হবে ।

  4. 4

    তারপর ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে ।

  5. 5

    ভেজিটেবল গুলো হালকা ঠাণ্ডা হলে ওর মধ্যে নুন, গোলমরিচ ও সোয়া সস দিয়ে মিশিয়ে নিতে হবে ।

  6. 6

    তারপর তৈরি ডো টা কে আরো একটু মেখে নিতে হবে তারপর ছোট ছোট লেচি কেটে নিয়ে একটা একটা করে পাতলা করে বেলে নিতে হবে । আর রুটির উপর ১-২ চা চামচ করে সব্জির মশলা রেখে সাইড থেকে জল লাগিয়ে তারপর নিজের ইচ্ছে মত সেপে তৈরি করে নিতে হবে ।

  7. 7

    তারপর সব গুলো একি ভাবে তৈরি করে নিতে হবে ।আ,করা একটা পাত্রে জল দিয়ে প্রি হিট করে নিতে হবে । আর জল ফুটে উঠলে একটা প্লেটে মোমো গুলো দিয়ে ঢেকে ১০ মিনিট হতে দিতে হবে ।

  8. 8

    মোমো গুলো তৈরি হওয়া পর্যন্ত চাটনি তৈরি করার জন্য ১০ মিনিট আগে শুকনো লংকা জলে ভিজিয়ে রাখতে হবে । তারপর কড়াইতে জল দিয়ে ওর মধ্যে টমেটো ও শুকনো লংকা দিয়ে সিদ্ধ করে নিতে হবে ।তারপর টমেটোর খোসা ছাড়িয়ে নিতে হবে ।আর টমেটো একটু ম্যাশ করে নিতে হবে ।

  9. 9

    তারপর কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে রসুন ও পেঁয়াজ কুচি দিয়ে মিশিয়ে ভেজে নিতে হবে ।

  10. 10

    এবার ওর মধ্যে ম্যাশ করা টমেটো আর শুকনো লংকা,সোয়া সস ও অল্প নুন দিয়ে জল সুখিয়ে জাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে ।

  11. 11

    ১০ মিনিট পর মোমো গুলো একটা সর্ভিং প্লেটে সাজিয়ে মোমো চাটনির সাথে পরিবেশন করুন ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sheela Biswas
Sheela Biswas @sheela_02
কুকপ্যাড আমাদের হোম সেফদের জন্য এতো বড় একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে তার জন্য কুকপ্যাড কে জানাই অসংখ্য ধন্যবাদ 🙏🙏
আরও পড়ুন

Similar Recipes