চীজি পটেটো বার্ডস নেস্ট উইথ চীজি পনির এগ (cheesy potato birds nest with cheesy paneer egg)

Piu Mukherjee
Piu Mukherjee @cook_24064465

#photoholic_photogenic
#আলু
মেয়ের জন্য করা কাল সন্ধ্যায়। খুব পছন্দ হয়েছে তার। শুধু একটাই অভিযোগ যে বার্ড নেই কেনো। তাই পরের বার পাখির ও ব্যবস্থা করতে হবে।

চীজি পটেটো বার্ডস নেস্ট উইথ চীজি পনির এগ (cheesy potato birds nest with cheesy paneer egg)

#photoholic_photogenic
#আলু
মেয়ের জন্য করা কাল সন্ধ্যায়। খুব পছন্দ হয়েছে তার। শুধু একটাই অভিযোগ যে বার্ড নেই কেনো। তাই পরের বার পাখির ও ব্যবস্থা করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
১ জন
  1. ১ টি ছোট আকারের আলু
  2. ১চা চামচ ক্যাপ্সিকাম কুঁচি
  3. ১চা চামচ গাজর কুঁচি
  4. ১চা চামচ পেঁয়াজ কুচি
  5. ১চা চামচ রসুন কুঁচি
  6. ১ চা চামচ আদা বাটা
  7. ২ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  8. ১ চা চামচ অরিগ্যানো
  9. ১ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  10. ৩ টেবিল চামচ চীজ
  11. ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার
  12. ২টেবিল চামচ সিমুই
  13. ২০০মিলি তেল
  14. স্বাদ মতো নুন
  15. পরিমাণ মতজল
  16. প্রয়োজন অনুযায়ীস্যালাড সাজানোর জন্য
  17. প্রয়োজন অনুযায়ীটমেটো কেচআপ ডিপ হিসেবে

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে আলু সিদ্ধ করে তাতে এক চা চামচ করে সবজি, এক চা চামচ করে মশলা,দুই টেবিল চামচ চীস আর স্বাদমত নুন যোগ করে ভালো করে মেখে নিয়ে পাখির বাসার মতো আকারে গড়ে নিতে হবে

  2. 2

    এর পর এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ জলে গুলে এই পাখির বাসার আকারের আলু মাখাগুলোকে তাতে ডুবিয়ে শিমুই এ মাখিয়ে গরম তেলে সোনালী করে ভেজে নিতে হবে।

  3. 3

    এবারে একটি পাত্রে পনীর নিয়ে তাতে এক চা চামচ গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন, এক টেবিল চামচ চীস আর এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার যোগ করে ভালো করে মেখে ডিমের আকারে গড়ে নিয়ে তেলে হালকা নেড়ে নিতে হবে, যাতে সাদা রং বজায় থাকে।

  4. 4

    এবারে পাখির বাসায় ডিমগুলো রেখে, স্যালাড ও টমেটো কেচআপ দিয়ে সাজালেই তৈরি চীসি পটেটো বার্ডস নেস্ট উইথ চীসি পনির এগ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Piu Mukherjee
Piu Mukherjee @cook_24064465

Similar Recipes