চিকেন চিজ পাফ পেস্ট্রি (Chicken Cheese Puff Pastry recipe in Bengali)

প্রিয়দর্শিনী দাস
প্রিয়দর্শিনী দাস @cookingoutofanything
Kolkata

#স্ন্যাক্স রেসিপি
আমাদের মনে সবসময় একটা খাবার পর্ব শেষ হবার পর পরই শুরু হয় তার পরের পর্বের খাদ্যতালিকা। বাড়িতে ছুটির দিনে এটা আরো বেশি করে হতে থাকে। আমার নিজের হরেক রকমের স্ন্যাক্স বানাতে বেশ লাগে, আর মাঝেমধ্যেই এই রেসিপি টি বানিয়ে ফেলি, কখনো পানির দিয়ে, কখনো আলু দিয়ে, কিন্তু এবার বানালাম চিকেন ও চীজ দিয়ে, এতটাই মুখরোচক ও সুস্বাদু,মনে হবে যেন বার বার খাই। আমার তালিকায়, চিকেন চীজ পাফ পেস্ট্রি।

চিকেন চিজ পাফ পেস্ট্রি (Chicken Cheese Puff Pastry recipe in Bengali)

#স্ন্যাক্স রেসিপি
আমাদের মনে সবসময় একটা খাবার পর্ব শেষ হবার পর পরই শুরু হয় তার পরের পর্বের খাদ্যতালিকা। বাড়িতে ছুটির দিনে এটা আরো বেশি করে হতে থাকে। আমার নিজের হরেক রকমের স্ন্যাক্স বানাতে বেশ লাগে, আর মাঝেমধ্যেই এই রেসিপি টি বানিয়ে ফেলি, কখনো পানির দিয়ে, কখনো আলু দিয়ে, কিন্তু এবার বানালাম চিকেন ও চীজ দিয়ে, এতটাই মুখরোচক ও সুস্বাদু,মনে হবে যেন বার বার খাই। আমার তালিকায়, চিকেন চীজ পাফ পেস্ট্রি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ mins
  1. ১কাপ ময়দা
  2. ৩টেবিল চামচ চিলড মাখন
  3. ১ কাপ মিন্সড সেদ্ধ চিকেন
  4. ৩ টেবিল চামচ ক্যাপ্সিকাম কুচি
  5. ১ টা পেঁয়াজ কুচি
  6. ১/২ টেবিল চামচ আদা রসুন বাটা
  7. স্বাদমতোনুন ও চিনি
  8. ১চা চামচ গরম মশলা গুঁড়া
  9. ১ চা চামচ কালো মরিচ গুঁড়ো
  10. ১/২ টেবিল চামচ বেকিং পাউডার
  11. ২ স্লাইস চীজ
  12. ১ চা চামচ লঙ্কার গুঁড়ো
  13. ২চা চামচ চপড টমেটো (অপশনাল)
  14. ১টেবিল চামচ সয়া সস

রান্নার নির্দেশ সমূহ

৪৫ mins
  1. 1

    প্রথমে তেল গরম করে সবজি গুলো দিয়ে সৌতে করতে হবে, তারপর নুন চিনি ও সব মশলা একে একে দিয়ে ভালো করে তেলে নাড়াচাড়া করে এবার সেদ্ধ করা মিন্সড চিকেন দিয়ে দিতে হবে। সোয়া সস দিয়ে, নুন চেক করে নিয়ে, চিকেনটা ভালো করে মশলার মধ্যে কষে গেলে নামিয়ে ঠাণ্ডা হতে দিতে হবে।

  2. 2

    এদিকে ময়দাটা তে বেকিং পাউডার দিয়ে, মাখন দিয়ে ময়াম দিতে হবে। সামান্য নুন ও জলের মাধ্যমে মেখে নিন, নরম ও ময়স্ট ডো (dough)হবে। ২০ মিনিট মতো রেস্ট করবে। এর পর লেচি কেটে নিয়ে পাতলা শিট এর মত বেলে নিতে হবে। তারপর চৌকো আকারে সমান ভাগ করে কেটে নিতে হবে ঠিক যেমন ছবিতে দেখা যাচ্ছে। তারপর, চিজ নিয়ে সেটিও সেন্টার থেকে স্লাইস করে, একটা শিটের ওপর পেতে তার ওপর চিকেন এর পুর দিয়ে অন্য ময়দা শিট দিয়ে কভার করে দিতে হবে।

  3. 3

    তারপর একটি কাটা চামচের সাহায্যে সাইড গুলোকে সিল করে দিতে হবে। সব গুলো এরম ভাবে বানিয়ে নিতে হবে। প্যানের মধ্যে তেল গরম করে, মেডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে, এক পিঠ হলে উল্টে অপর পিঠ। হালকা বাদামি হলে তেল ছেকে কিচেন টাওয়েলে এক্সেস তেল শুষতে তুলে রাখুন।

  4. 4

    গরম গরম টমেটো কেচাপ দিয়ে সার্ভ করুন চিকেন চিজ পাফ পেস্ট্রি। দারুন টেস্টি ও চিজি একটা রেসিপি। ভেতরে চিজ মেল্ট হয়ে চিকেনের সঙ্গে মিশে একটা সুস্বাদু স্ন্যাক্স হিসেবে এটি সবার মন জয় করে নেবে আর মাখন দিয়ে মোয়াম দেওয়াতে এটির স্বাদ দিগুন হয়েছে।
    চিকেন চিজ পাফ পেস্ট্রি দারুন ও পেট পুরক। খুব সহজেই বানিয়ে ফেলা যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
প্রিয়দর্শিনী দাস
Kolkata
COOKING OUT OF PASSION AND LOVE NEEDS NO DESCRIPTION.Balancing my energy between being a Professor and being a Chef enhancing my culinary skills!Cooking makes me feel mindless in a worthwhile way.
আরও পড়ুন

Similar Recipes