ঝাল কেক (jhal cake recipe in Bengali)

Annie Sircar
Annie Sircar @cook_20784348

#স্ন্যাক্স রেসিপি
কি হলো, নামটা কেমন আশ্চর্য লাগছে, তাই না?কেক কথা বললেই চিরাচরিত ক্রীম দিয়ে আইসিং করা চেরী দিয়ে সাজানো স্বপ্ন পুরীর মতো মিষ্টি কেক মনে পড়ে যায়। স্বাভাবিক কথা অবশ্যই। আচ্ছা, ফুচকার ভিতর যদি চকলেট আইসক্রিম ভরা হয়, কেক ঝাল হবে না এমন কোনো বিধির বিধান নেই তো!!তাই আজ স্বাদ বদলের পালা। কাজের ফাঁকে ফাঁকে মন টা কেমন ঝাল নোনতা খাবারের কথা মনে করিয়ে দেয়। তাই আজ অতি সাধারণ উপকরণ দিয়ে বানালাম এই ঝাল কেক। দেখুন তো আপনার হেঁসেলে উপকরণ গুলো আছে কিনা!!

ঝাল কেক (jhal cake recipe in Bengali)

#স্ন্যাক্স রেসিপি
কি হলো, নামটা কেমন আশ্চর্য লাগছে, তাই না?কেক কথা বললেই চিরাচরিত ক্রীম দিয়ে আইসিং করা চেরী দিয়ে সাজানো স্বপ্ন পুরীর মতো মিষ্টি কেক মনে পড়ে যায়। স্বাভাবিক কথা অবশ্যই। আচ্ছা, ফুচকার ভিতর যদি চকলেট আইসক্রিম ভরা হয়, কেক ঝাল হবে না এমন কোনো বিধির বিধান নেই তো!!তাই আজ স্বাদ বদলের পালা। কাজের ফাঁকে ফাঁকে মন টা কেমন ঝাল নোনতা খাবারের কথা মনে করিয়ে দেয়। তাই আজ অতি সাধারণ উপকরণ দিয়ে বানালাম এই ঝাল কেক। দেখুন তো আপনার হেঁসেলে উপকরণ গুলো আছে কিনা!!

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১কাপ সুজি
  2. ১কাপঘরে পাতা দই
  3. ১টি ছোট পেঁয়াজ কুচানো
  4. ৪ কোয়া রসুন কুচানো
  5. ১/২ কাপমিহি করে কাটা ক্যাপ্সিকাম কুচানো(গাজর বীনস দিতে পারেন)
  6. ২-৪ টিকাঁচা লঙ্কা কুচানো
  7. ৩ টেবিল চামচতেল
  8. ১ কাপ দুধ
  9. ৩ চা চামচভাজা মশলা(ধনে জিরা শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করা)
  10. ১ চা চামচচিলি ফ্লেক্স
  11. ১/২ চা চামচহলুদ +লঙ্কা গুঁড়ো
  12. ১/২ চা চামচসাদা তিল
  13. স্বাদ অনুযায়ীলবণ

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    সুজি আর দই মিশিয়ে নিন। তিন টেবিলচামচ তেল দিন ওতে। ভাল করে মিশিয়ে দিন। মিশ্রন টা শুকনো লাগলে সামান্য দুধ মিশিয়ে ১৫ মিনিট ঢাকা দিয়ে রেখে দিন।

  2. 2

    আঁচ মাঝারী রেখে কড়াইতে তেল গরম করে পেঁয়াজ ভাজুন।এবার ওতে রসুন দিন। ভাজতে থাকুন। সামান্য লবণ দিন। কুচানো ক্যাপ্সিকাম ও কাঁচা লঙ্কা দিয়ে ভাল করে ভাজুন। এবার ওতে হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে ভাল করে মিশিয়ে আঁচ বন্ধ করে দিন।

  3. 3

    এতক্ষণে নিশ্চয়ই সুজী দই তে ভিজে ফুলে গেছে। সুজী দই এর মিশ্রনে লবণ চিলি ফ্লেক্স, ভাজা গুঁড়ো মশলা মেশানো। যদি মিশ্রন টা শক্ত লাগে তাহলে দুধ দিয়ে একটু পাতলা করুন। কড়াইতে তৈরী মশলা সুজীতে ঢালুন এবং মিশিয়ে দিন।

  4. 4

    কেক বানানোর পাত্রে তেল লাগিয়ে রাখুন। কুকার কম আঁচে ১০ মিনিট গরম করে রাখুন। ১/২ চা চামচ বেকিং সোডা সুজী দই এর মিশ্রনে দিন। মিশ্রন খুব গাঢ় খুব পাতলা যেন না হয়। মিশ্রন পাত্রে ঢেলে উপর থেকে সাদা তিল ছড়িয়ে দিন। হুইসেল ছাড়া কুকারের ভিতর কেক পাত্র রেখে ঢাকনা বন্ধ করে ২০ মিনিট হতে দিন।

  5. 5

    একটা কাঠি দিয়ে গেঁথে দেখে নিন কেকটা হয়ে গেছে কিনা। কাঠি পরিষ্কার বেরোনো মানে কেক রেডী। এবার ইচ্ছা মতো কেটে চা কফি বা সস দিয়ে নিজেও চেখে দেখুন আর অতিথি কে ও পরিবেশন করুন❤️

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Annie Sircar
Annie Sircar @cook_20784348

Similar Recipes