প্রেশারকুকারে ইজি প্রণ পোলাও(pressure cooker e easy prawn polau recipe in Bengali)

Flavors by Soumi
Flavors by Soumi @Soumi_Nag
Kolkata

#ক্যুইক ফিক্স ডিনার
চটজলদি সুস্বাদু ডিনার।

প্রেশারকুকারে ইজি প্রণ পোলাও(pressure cooker e easy prawn polau recipe in Bengali)

#ক্যুইক ফিক্স ডিনার
চটজলদি সুস্বাদু ডিনার।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
৪জন
  1. ৪০০ গ্রামমাঝারি প্রণ / চিংড়ি
  2. ৩ কাপ বাসমতী বা গোবিন্দভোগ চাল
  3. ১ টি বড়পেঁয়াজ মিহি কুচি
  4. ২ টেবিল চামচ আদা রসুন বাটা
  5. ২ টি দারচিনি
  6. ৫-৬ টি ছোট এলাচ
  7. ২-৩ টি লবঙ্গ
  8. ১ চা চামচ শুকনোলঙ্কা গুঁড়ো
  9. ১ চা চামচ কাঁচালঙ্কা বাটা
  10. ১/২ কাপ ঘি
  11. ১ টেবিল চামচ নুন
  12. ১ চা চামচ চিনি
  13. ২ টি গোটা কাঁচালঙ্কা
  14. ১টি মাঝারি টমেটো কুচি
  15. ২ চা চামচ শাহী গরম মশলা গুড়ো
  16. ১চা চামচ হলুদগুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    প্রথমে একটি প্রেশার কুকারে ঘী গরম করে তাতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একে একে পেঁয়াজ কুঁচি তারপর আআদা-রসুন-কাঁচা লঙ্কা বাটা ও শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে কষিয়ে নিতে হবে।

  2. 2

    এরপরে এতে ধুয়ে পরিস্কার করে রাখা প্রণ দিয়ে হলুদ,নুন,চিনি দিয়ে নাড়তে হবে।

  3. 3

    এবার এতে টমেটো কুচি, গোটা কাঁচালঙ্কা ও গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে, আগে থেকে ১৫ মিনিট ভিজিয়ে রাখা চাল দিয়ে সাবধানে মশলার সাথে চাল মিশিয়ে নিতে হবে যাতে চাল ভেঙে না যায়। এরপর যতটা চাল ঠিক তার সমান মাপের জল দিয়ে আবার হাতা দিয়ে সব নেড়ে মিশিয়ে প্রেশার কুকারের মুখ বন্ধ করে দিতে হবে।

  4. 4

    এবার মিডিয়াম হাই আঁচে দুটি হুইটস্অল পড়া পর্যন্ত অপেক্ষা করতে হব। তারপর প্রেশারকুকার গ্যাস থেকে নামিয়ে একটি কুলিং র‍্যাকে রেষ্টে রেখে দিতে হবে যতক্ষণ না সম্পুর্ণ স্টিম বেড়িয়ে যাচ্ছে। এবার ঢাকা খুলে সব ভালো করে হাতা দিয়ে আলতো হাতে মিশিয়ে পরিবেশণ করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Flavors by Soumi
Flavors by Soumi @Soumi_Nag
Kolkata
follow me on instagram @globaldesieats
আরও পড়ুন

Similar Recipes