সেমাই এর পায়েস (semai er payesh recipe in Bengali)

uma dos
uma dos @cook_24592330

সেমাই এর পায়েস (semai er payesh recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

25 / 30 মিনিট
5 ই জন
  1. 1 কাপসিমাই
  2. 500এম.এল ফুল ফ্যাট মিল্ক
  3. পরিমাণ অনুযায়ীচিনি
  4. 2টি ছোট এলাচ
  5. 7-8টা কাজুবাদাম
  6. 5টা চেরি
  7. 1 টেবিল চামচঘি
  8. 4-5 ফোঁটাভ্যানিলা এসেন্স

রান্নার নির্দেশ সমূহ

25 / 30 মিনিট
  1. 1

    একটা প্যান এর মধ্যে প্রথমে দুধ টাকে গরম করে জ্বাল দিয়ে নিতে হবে।এবার অন্য একটা প্যান নিয়ে তার মধ্যে সীমাই টা দিয়ে সেটাকে কম আঁচে ভেজে নিতে হবে হালকা করে।

  2. 2

    সিমুই তারমধ্যে বাদামি রং চলে এলো এবার দুধ দিয়ে দিতে হবে এবং দুটি এলাচ দিয়ে দেব ।কম আছে ফুটতে দিতে হবে 10 মিনিটের মত।

  3. 3

    দুধ টা মোটামুটি ফুটে ঘন হয়ে গেলে এবার এরমধ্যে আমি চিনি মেশাবো। এবং আরো 10 মিনিটের জন্য ফুটতে ছেড়ে দেবো কম আছে।

  4. 4

    দুধ টা ভালো মতো ঘন হয়ে গেলে এবং সিমটা সিদ্ধ হয়ে গেলে গ্যাস অফ করে নামিয়ে নেব।

  5. 5

    অন্য একটি বাটিতে ঢেলে উপর থেকে কুচি করা কাজু এবং চেরি ছড়িয়ে দেব এবং ভ্যানিলা এসেন্স তা ছড়িয়ে দেব।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
uma dos
uma dos @cook_24592330

Similar Recipes