চিকেন কষা(Chicken kosha recipe in Bengali)

Sheela Biswas
Sheela Biswas @sheela_02

#goldenapron3
#ক্যুইক ফিক্স ডিনার

চিকেন কষা(Chicken kosha recipe in Bengali)

#goldenapron3
#ক্যুইক ফিক্স ডিনার

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৫০০ গ্রাম চিকেন
  2. ১ টা লেবুর রস
  3. ২ চা চামচ আদা, রসুন ও কাঁচা লংকা বাটা
  4. ১ টেবিল চামচ চিনা বাদাম পেস্ট
  5. ১ চা চামচ লংকা গুঁড়ো
  6. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  7. ২ চা চামচ আর ১/২ চা চামচ ভাজা মিক্স মশলা
  8. ১/৪ চা চামচ চিনি
  9. স্বাদ অনুযায়ীনুন
  10. প্রয়োজন অনুযায়ীসর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে চিকেন গুলো ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে তারপর একটা বাউলে ঢেলে আদা, কাঁচা লংকা ও রসুন বাটা ও হলুদ দিয়ে দিতে হবে ।

  2. 2

    তারপর ওর মধ্যে লংকা গুড়ো, নুন, লেবুর রস ও সর্ষের তেল ২ চা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে মেরিনেড করে নিতে হবে আর ১/২ ঘন্টার জন্য ঢেকে রাখতে হবে ।

  3. 3

    তারপর পেঁয়াজ কুচি করে কেটে নিতে হবে আর আলু ডুমো করে কেটে নিতে হবে আর চিনা বাদাম এর পেস্ট তৈরি করে নিতে হবে ।

  4. 4

    তারপর কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে আলু ভেজে নিয়ে তুলে নিতে হবে তারপর ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিতে হবে

  5. 5

    পেঁয়াজ ভাজা হলে ওর মধ্যে মেরিনেড করা চিকেন দিয়ে ৪-৫ মিনিট মিডিয়াম আঁচে ঢেকে রান্না করতে হবে ।তারপর ওর মধ্যে আলু দিয়ে আরো কিছু ক্ষণ নাড়াচাড়া করে তারপর চিনা বাদাম এর পেস্ট দিয়ে লো ফ্লেমে ৭-৮ মিনিট রান্না করতে হবে ।

  6. 6

    চিকেন হওয়া পর্যন্ত একটা তাওআ তে এক টুকরো দারুচিনি, ৩ টা এলাচ, ২ চা চামচ জিরা ও ৪ টা শুকনো মরিচ দিয়ে ভেজে নিতে হবে আর ঠান্ডা করে পাউডার তৈরি করে নিতে হবে ।

  7. 7

    তারপর চিকেন কষানো হলে ভাঁজা মশলা ২ চা চামচ দিয়ে আরো ৪-৫ মিনিট রান্না করতে হবে তারপর আলু ও চিকেন মশলা সব ভালো করে মিশে গেলে ১ কাপ জল দিয়ে ঢেকে দিতে হবে আর আলু ও মাংস কে গলতে দিতে হবে ।তারপর ঝোল মাখা মাখা হলে আর আলু ও মাংস গলে গেলে চিনি ও ভাজা মশলা আরো ১/২ চা চামচ দিয়ে ২ মিনিট হতে দিতে হবে তারপর নামিয়ে নিতে হবে ।

  8. 8

    এবার একটা সর্ভিং প্লেটে সাজিয়ে গরম গরম ভাত, রুটি, পরোটা বা পুরির সাথে পরিবেশন করুন ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sheela Biswas
Sheela Biswas @sheela_02
কুকপ্যাড আমাদের হোম সেফদের জন্য এতো বড় একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে তার জন্য কুকপ্যাড কে জানাই অসংখ্য ধন্যবাদ 🙏🙏
আরও পড়ুন

Similar Recipes