লসুনি ডাল ফ্রাই (lasooni Dal fry recipe in Bengali)

Keya Nayak
Keya Nayak @cook_12214370

#ক্যুইক ফিক্স ডিনার

লসুনি ডাল ফ্রাই (lasooni Dal fry recipe in Bengali)

#ক্যুইক ফিক্স ডিনার

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১০মিনিট
৩ জনের জন্যে
  1. ১ কাপ অড়হড় ডাল
  2. ১/২ কাপ ছোলার ডাল
  3. ৩ চা চামচ রসুন কুচি
  4. ৩ টে কাঁচা লঙ্কা কুচি
  5. ৩ টেবিল চামচ পেঁয়াজ কুচি
  6. ১/৪ চা চামচ হিং
  7. ১ টা বড় টম্যাটো কুচি
  8. ২ টেবিল চামচ ঘি
  9. ৪ টেবিল চামচ সাদা তেল
  10. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  11. ১ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো
  12. ১ চা চামচ জিরে
  13. ১/২ চা চামচ হলুদ
  14. স্বাদ অনুযায়ীনুন
  15. ২ টো শুকনো লঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

১০মিনিট
  1. 1

    দু রকম ডাল ভালো করে ধুয়ে নিয়ে কিছু টা টম্যাটো কুচি ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে সেদ্ধ করে নিতে হবে।

  2. 2

    কড়া তে তেল দিয়ে গরম করে জিরে ফোড়ন দিতে হবে। তারপর ২ চা চামচ রসুন কুচি ও হাফ হিং দিয়ে ভাজতে হবে। রসুনের সু গন্ধ ছাড়লে পেঁয়াজ কুচি দিয়ে আবার ভাজতে হবে।

  3. 3

    পেঁয়াজ লালচে হলে বাকি টম্যাটো কুচি আর নুন দিয়ে কষতে হবে। টম্যাটো নরম হলে লঙ্কা গুঁড়ো ও হলুদ দিয়ে ভালো করে কষে নিয়ে সেদ্ধ করা ডাল ঢেলে দিতে হবে।

  4. 4

    ৩-৪ মিনিট রান্না হবার পর ঘন হয়ে এলে সার্ভিং পাত্রে ঢেলে দিতে হবে।

  5. 5

    অন্য প্যানে ঘি গরম করে তাতে হিং ও শুনকো লঙ্কা ফোড়ন দিয়ে বাকি রসুন কুচি দিয়ে ভাজতে হবে। রসুন লালচে হয়ে এলে লাল লঙ্কা গুঁড়ো দিয়ে নেড়ে ডালের ওপর ঢেলে দিতে হবে।

  6. 6

    রেডী লসুনী ডাল ফ্রাই। রুটি, পরোটা, নান র সাথে পরিবেশন করা যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Keya Nayak
Keya Nayak @cook_12214370

Similar Recipes