ডাল ফ্রাই (Dal fry recipe in Bengali)

S.Chatterjee
S.Chatterjee @cook_20411616

#আমারপ্রথমরেসিপি

ডাল ফ্রাই (Dal fry recipe in Bengali)

#আমারপ্রথমরেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১০ মিনিট
৪ জন
  1. ১৫০ গ্রামঅড়হড় ডাল
  2. ৫০ গ্রাম ছোলার ডাল
  3. ১ টি পেঁয়াজ পাতলা করে কুচানো
  4. ১ টিটমেটো ডুমো করে কাটা
  5. ১ চা চামচ রসুন বাটা
  6. ১ টি তেজপাতা
  7. ১ চা চামচ গোটা জিরা
  8. ১টিশুকনো লঙ্কা
  9. ১ টি তেজপাতা
  10. ২ টেবিল চামচ ধনেপাতা কুচি
  11. ২ টিকাঁচা লঙ্কা কুচি
  12. ১০০ মিলি সরষের তেল
  13. ১ চা চামচ ধনে গুঁড়ো
  14. ১ চা চামচ জিরা গুঁড়ো
  15. ১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো
  16. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  17. ১ চা চামচ নুন
  18. ১ চা চামচ গরম মশলা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

১০ মিনিট
  1. 1

    প্রথমে ডাল দুটো প্রেসার কুকারে সিটি মেরে সেদ্ধ করে নেব।

  2. 2

    তারপর কড়াইতে তেল দেবো এবং তেল গরম হলে গোটা জিরে, শুকনো লঙ্কা এবং তেজপাতা দিয়ে দেব। এগুলি ভাজা হয়ে গেলে একে একে রশুন বাটা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি এবং টমেটো কুচি দিয়ে দেবো। এবং দু থেকে তিন মিনিট ভালো করে কষে নেব। তারপর নুন, লঙ্কাগুঁড়ো, হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো এবং জিরেগুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব আরো দুই থেকে তিন মিনিট ।

  3. 3

    এবারে আগে থাকতে সেদ্ধ করে রাখা ডাল গুলি এই ভাজা মশলাতে দিয়ে দেবো।এবং দুই থেকে তিন মিনিট একটু নাড়াচাড়া করে নেবো এবং ফুটিয়ে নেব।

  4. 4

    সবশেষে উপর থেকে গরম মশলা গুঁড়ো,ধনেপাতা কুচি এবং কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে পরিবেশন করে দেব।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
S.Chatterjee
S.Chatterjee @cook_20411616

মন্তব্যগুলি

Similar Recipes