মেথি পরোটা ও ডাল ফ্রাই(Methi porota with dal fry recipe in Bengali)

Nayna Bhadra
Nayna Bhadra @cook_23404555

#ক্যুইক ফিক্স ডিনার

মেথি পরোটা ও ডাল ফ্রাই(Methi porota with dal fry recipe in Bengali)

#ক্যুইক ফিক্স ডিনার

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
3 জন
  1. পরোটার উপাদান
  2. 500 গ্রামময়দা
  3. 1 চা চামচকসৌরি মেথি
  4. স্বাদ অনুযায়ী নুন
  5. পরিমাণ অনুযায়ী জল
  6. প্রয়োজন অনুযায়ীভাজার জন্য সাদা তেল
  7. ডালের উপাদান
  8. 250 গ্রামঅড়হর ডাল
  9. 1টি পেঁয়াজ
  10. 1টি টমেটো
  11. 3কোয়া রসুন
  12. প্রয়োজন অনুযায়ীধনেপাতা
  13. স্বাদ অনুযায়ী নুন
  14. 1/2 চা চামচ হলুদ
  15. পরিমাণ অনুযায়ী জল
  16. 2টি কাঁচা লংকা
  17. 1 চা চামচআদা বাটা
  18. 1টি শুকনো লঙ্কা
  19. 1টি তেজপাতা
  20. 1 চা চামচগোটা জিরে
  21. 1 চা চামচসর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    প্রথম ময়দা নুন কসৌরি মেথি 1 চামচ সাদা তেল দিয়ে হাত দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ময়দার ডো টি মেখে গোল গোল পরোটার আকারে বেলে পরোটা গুলো ভেজে নিয়েছি।।।।

  2. 2

    এবারে অরহর ডাল কে সেদ্ধ করে করাতে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা গোটা জিরে আর তেজপাতা ফোরন দিয়ে পেঁয়াজ কুচি রসুন কুচি টমেটো কুচি আদা বাটা নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে

  3. 3

    সেদ্ধ ডাল দিয়ে একটু ফুটতে দিয়ে ঘন হয়ে এলে নামিয়ে ধনেপাতা ছরিযে পরোটার সাথে পরিবেশন করতে হবে। তাহলেই তৈরি একটি সুন্দর ডিনার।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Nayna Bhadra
Nayna Bhadra @cook_23404555

Similar Recipes