মালপোয়া (Malpoa recipe in Bengali)

Soumita Paul
Soumita Paul @tsoumi_paul

#ডিলাইটফুল ডেজার্ট

মালপোয়া (Malpoa recipe in Bengali)

#ডিলাইটফুল ডেজার্ট

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১.৫ ঘন্টা
৬ জন
  1. ১ কাপ ময়দা
  2. ১/২ কাপ সুজি
  3. ২ কাপ চিনি
  4. ১টা কলা
  5. ১ চা চামচ মৌরি
  6. ১.৫ কাপ রিফাইন্ড তেল

রান্নার নির্দেশ সমূহ

১.৫ ঘন্টা
  1. 1

    সুজি, ১ কাপ চিনি, কলা একসাথে ভালো করে মিশিয়ে ১০ মিনিট রাখতে হবে।

  2. 2

    এরপর ময়দা ও মৌরি দিয়ে মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটি মাঝারি ঘনত্বের ব্যাটার তৈরী করতে হবে।

  3. 3

    কড়াইয়ে তেল দিয়ে গরম করে নিতে হবে। আঁচ কমিয়ে এক হাতা ব্যাটার তেল এর মধ্যে দিয়ে দিতে হবে।

  4. 4

    উল্টে দু দিক ভালো করে ভেজে তুলে নিতে হবে। এভাবে সবকটি ভেজে রেখে দিতে হবে।

  5. 5

    এবার একটি পাত্রে বাকি চিনি ও জল দিয়ে ফুটিয়ে ঘন করে চিনির সিরা বানিয়ে নিতে হবে।

  6. 6

    মালপোয়া গুলো ঠান্ডা হলে সিরায় ডুবিয়ে সারা রাত রেখে দিতে হবে। রস টেনে নিলে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Soumita Paul
Soumita Paul @tsoumi_paul

Similar Recipes