ক্ষীর মালপোয়া (kheer malpoa recipe in bengali)

Shalini Mishra Bajpayee
Shalini Mishra Bajpayee @cook_23530995
বাকুড়া

#GA4
#Week9
MAIDA

ক্ষীর মালপোয়া (kheer malpoa recipe in bengali)

#GA4
#Week9
MAIDA

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘন্টা 30 মি
7 জন
  1. 100 গ্রামময়দা
  2. 1 লিটারদুধ
  3. 10-15 টাকরে কাজু , কিসমিস
  4. 1 কাপনারকেল কুর
  5. স্বাদ মতচিনি
  6. 1টাকলা
  7. 1 চা চামচএলাচ গুঁড়ো
  8. 1 চা চামচমৌরি
  9. পরিমাণ মতজল
  10. 2 কাপসাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

1 ঘন্টা 30 মি
  1. 1

    1ম ধাপ-ময়দা নিয়ে তাতে কলা টা পেস্ট করে দিয়ে দিতে হবে তারপর একে একে মৌরি, স্বাদ মত চিনি, কাজু কিসমিস আর নারকেল কুর দিয়ে দিতে হবে।

  2. 2

    2য় ধাপ-তার মধ্যে একটু একটু জল দিয়ে বেটার টা কে স্মুথ করতে হবে হাল্কা পাতলা করতে হবে।

  3. 3

    3য় ধাপ-তারপর একটি কড়াই গরম করে তার মধ্যে সাদা তেল দিয়ে তেল টা গরম হয়ে এলে ছোট বাটি বা ছোট হাতা দিয়ে বেটার টা তুলে ঐ গরম তেলে ছেরে দিতে হবে।

  4. 4

    4থ ধাপ-তারপর এ পিঠ ও পিঠ করে ভালো করে ভেজে লাল করে নিতে হবে

  5. 5

    5ম ধাপ -1 লিটার দুধ চাপিয়ে গরম করে জাল ফুটিয়ে ফুটিয়ে 1 লি টার দুধ কে হাফ লিটারে করতে হবে আর সমানে নাড়া চাড়া করতে হবে।

  6. 6

    6ম ও শেষ ধাপ -তারপর ঐ ভেজে রাখা লাল মালপোয়া গুলো একে একে ঐ দুধে দিয়ে দিতে হবে ।তার পর একটি কাচের বাটিতে নিয়ে পরিবেশন করুন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Shalini Mishra Bajpayee
Shalini Mishra Bajpayee @cook_23530995
বাকুড়া
আমি একজন গৄহ বধু।আমি রান্না করতে আর খাওয়াতে ও খেতে খুব ভালো বাসি।
আরও পড়ুন

Similar Recipes