মাখা সন্দেশ(Makha Sandesh recipe in Bengali)

Bidisha Ghosh Hansda
Bidisha Ghosh Hansda @Bidisha_9336296
Konnogor

#মিষ্টি
মাখা সন্দেশ আমার অনেকেই পচ্ছন্দ করি।। কিন্তু এই লকডাউনের দিনে বাইরে খাওয়া উচিত নয়।। তাই চট জলদি ঘরে কি ভাবে মাখা সন্দেশ বানাতে হয় সেটা করেই দেখাবো।।

মাখা সন্দেশ(Makha Sandesh recipe in Bengali)

#মিষ্টি
মাখা সন্দেশ আমার অনেকেই পচ্ছন্দ করি।। কিন্তু এই লকডাউনের দিনে বাইরে খাওয়া উচিত নয়।। তাই চট জলদি ঘরে কি ভাবে মাখা সন্দেশ বানাতে হয় সেটা করেই দেখাবো।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৮-৯ মিনিট
৫-৬ জন
  1. ২লিটার দুধ
  2. ১টি পাতি লেবু
  3. ২প্যাকেট গুঁড়ো দুধ
  4. ৫০ গ্ৰাম কাজুবাদাম
  5. পরিমাণ মতোছানা

রান্নার নির্দেশ সমূহ

৮-৯ মিনিট
  1. 1

    প্রথমে ১লিটার দুধটাকে জাল দিয়ে ঘন করতে হবে।।

  2. 2

    তারপর ওই ১লিটার দুধটার মধ্যে পাতি লেবুর রস দিয়ে দুধটার থেকে ছানা বের করতে হবে।।

  3. 3

    তারপর দুধটা যখন ছানা ছানা হয়ে যাবে।। তখন সাদা কাপড়টির ওপর জলটা ছেঁকে নিতে হবে।।

  4. 4

    তারপর সেই সাদা কাপড়টিকে কোনো উঁচু জায়গায় ঝুলিয়ে রেখে দিতে হবে।।

  5. 5

    তারপর থালার মধ্যে ছানাটি নিয়ে।।একটু হাতের তালু দিয়ে ছানাটিকে মেখে নিতে হবে।।

  6. 6

    তারপর কড়াইতে আবার ১লিটার দুধ দিয়ে দিয়ে জাল দিতে হবে।।

  7. 7

    তারপর ওই দুধটা জাল দিয়ে।। তার মধ্যে ছানা দিয়ে continues খুন্তি দিয়ে নেড়ে যেতে হবে।।

  8. 8

    তারপর কিছুক্ষণ পর যখন দুধ আর ছানাটা ঘন হয়ে যাবে।।

  9. 9

    তারপর তখন অল্প অল্প করে গুরো দুধ দিয়ে নাড়তে হবে।।

  10. 10

    তারপর ছানা আর দুধটা ঘন হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিতে হবে।।

  11. 11

    তারপর একটি পাত্রে ঠান্ডা করে নিতে হবে।।

  12. 12

    তারপর কাজুবাদাম দিয়ে সাজিয়ে নিতে হবে।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Bidisha Ghosh Hansda
Bidisha Ghosh Hansda @Bidisha_9336296
Konnogor
আমি একজন মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আবার একজন মধ্যবিত্ত পরিবারের বউ। রান্না হল আমার আবেগ। আমার পরিচিতি ❤।
আরও পড়ুন

মন্তব্যগুলি (6)

Similar Recipes