মোচার চপ (mochar chop recipe in bengali)

Gopa Datta
Gopa Datta @cook_20675557
ত্রিপুরা (আগরতলা )

#Hooghlyfoodiesclub
#থিম_স্ন্যাক্স
#মোচা কাটতে একটু বিরক্তি লাগে ঠিকই কিন্তু খেতে খুবই টেস্টী..মোচা দিয়ে যাই কিছু হোক খুবই ভালো লাগে..এই চপ টা উপর থেকে ক্রাঞ্চি সুজিতে কোট করেছি তাই আর ভিতরে নরম মুখে দিলেই খুব মজা...মোচাতে রয়েছে প্রচুর পরিমান আয়রন।

মোচার চপ (mochar chop recipe in bengali)

#Hooghlyfoodiesclub
#থিম_স্ন্যাক্স
#মোচা কাটতে একটু বিরক্তি লাগে ঠিকই কিন্তু খেতে খুবই টেস্টী..মোচা দিয়ে যাই কিছু হোক খুবই ভালো লাগে..এই চপ টা উপর থেকে ক্রাঞ্চি সুজিতে কোট করেছি তাই আর ভিতরে নরম মুখে দিলেই খুব মজা...মোচাতে রয়েছে প্রচুর পরিমান আয়রন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20 মিনিট
4 জনের জন্য
  1. 200 গ্রামমোচা
  2. 1টা বড়ো সাইজের পেঁয়াজ
  3. 2টো আলু
  4. 1/2ইঞ্চিআদা
  5. 7-8টা কাঁচালংকা
  6. 2টেবিল চামচ বেসন
  7. 1টেবিল চামচ ময়দা
  8. 1 চা চামচচিকেন কারি মসলা
  9. 1/2 চা চামচগরম মসলা
  10. স্বাদ মতো নুন
  11. 1/2 চা চামচহলুদ
  12. প্রয়োজন মতো সাদা ও সর্ষের তেল
  13. 1 কাপসুজি

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট
  1. 1

    প্রথমে মোচা কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ।

  2. 2

    তারপর কুচি করে কেটে সেদ্ধ করে নিয়েছি।সাথে আলু ও সেদ্ধ করে নিয়েছি।

  3. 3

    সেদ্ধ আলু খুসা ছাড়িয়ে নিয়েছি।পেঁয়াজ,আদা ও কাঁচালংকা কুচি করে কেটে নিয়েছি।

  4. 4

    এবার গ্যাস এ কড়াই বসিয়ে গরম হলে পরিমান মত সর্ষের তেল দিয়ে কুচি করে কাটা পেঁয়াজ,আদা ও কাঁচালংকা দিয়ে একটু নাড়াচাড়া করে

  5. 5

    সেদ্ধ আলু চটকে দিয়ে নেড়ে নুন, হলুদ,গরম মসলা গুঁড়ো ও চিকেন কারি মসলা দিয়ে নেড়ে সেদ্ধ মোচা দিয়ে দিয়েছি।

  6. 6

    তারপর বেসন দিয়ে নেড়ে নামিয়ে নিয়েছি।

  7. 7

    একটা বাটিতে ময়দা নুন ও প্রয়োজন মতো জল দিয়ে একটা পাতলা বেটার বানিয়ে নিয়েছি।

  8. 8

    সুজি গুলি একটা থালে নিয়ে নুন মিশিয়ে নিয়েছি।

  9. 9

    মোচার পুর থেকে একটু করে নিয়ে চপের আকারে বানিয়ে নিয়েছি।

  10. 10

    তারপর চপ গুলি ময়দার বেটার এ ডুবিয়ে সুজি মাখিয়ে ফ্রীজে রেখে দিয়েছি 30 মিনিট।

  11. 11

    এবার কড়াইতে সাদা তেল দিয়ে হালকা গরম হলে চপ গুলি দিয়ে লালচে করে ভেজে তুলে নিয়েছি।

  12. 12

    গরম গরম পরিবেশন করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Gopa Datta
Gopa Datta @cook_20675557
ত্রিপুরা (আগরতলা )
আমি রান্নাকে খুব ভালোবাসি। খেতে ও খাওয়াতে ও খুব ভালোবাসি ।অনেক ছোট থেকেই রান্নার খুব শখ ছিলো..
আরও পড়ুন

Similar Recipes