মাখা সন্দেশ (makha sondesh recipe in Bengali)

Puja Adhikary (Mistu)
Puja Adhikary (Mistu) @mistimistu

#dd
সন্দেশ টা এই সপ্তাহ থেকে বেছে নিলাম। তাই বানালাম।

মাখা সন্দেশ (makha sondesh recipe in Bengali)

#dd
সন্দেশ টা এই সপ্তাহ থেকে বেছে নিলাম। তাই বানালাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1ঘন্টা
4জন
  1. 1 লিটারদুধ
  2. স্বাদ মটচিনি আন্দাজমতো
  3. 1টেবিল চামচঘি
  4. 1টেবিল চামচকাজুবাদাম কুচি
  5. 1/2টেবিল চামচকিসমিস কুচি
  6. পরিমাণ মতলেবুর রস

রান্নার নির্দেশ সমূহ

1ঘন্টা
  1. 1

    প্রথমে কড়াইয়ে দুধ জ্বাল দিয়ে ঘন করে নিন। এরপর লেবুর রস সামান্য দিয়ে ভাল করে মিশিয়ে নিন।

  2. 2

    এরপর চিনি আন্দাজমতো দিয়ে ভাল করে মিশিয়ে নিন। তারপর কড়াইয়ে কাজুবাদাম ও কিশমিশ দিয়ে দিন।

  3. 3

    ঘি দিয়ে ভাল করে মিশিয়ে নিন। কড়াইয়ে থেকে ছেড়ে এলে নামিয়ে নিন।

  4. 4

    এরপর একটি পাত্রে ঢেলে সমান করে নিন। উপরে কাজু ও কিশমিশ দিয়ে সাজিয়ে নিন।

  5. 5

    তারপর কিছুক্ষণ রেখে দিন। এরপর বরফির মতো করে কেটে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Puja Adhikary (Mistu)
আমি রান্না করতে ভালোবাসি। রান্না করে আমি খুব আনন্দ পায় ।
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes