মাছের মুড়োর মশালা কারী(Macher muror masala curry recpin Bengali)

Bindi Dey
Bindi Dey @cook_20288876

#স্পাইসি

মাছের মুড়োর মশালা কারী(Macher muror masala curry recpin Bengali)

#স্পাইসি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
  1. 1টা কাতলা মাছের মাথা
  2. 2টো আলু
  3. 1টা বড় পেঁয়াজ
  4. 1টাতেজপাতা
  5. 1 টাদারচিনি
  6. 2টো এলাচ
  7. 2টো লবঙ্গ
  8. 1/2 চা চামচ গোটা জিরা
  9. 1টা টমেটো কুচি
  10. 1 টেবিল চামচ আদা রসুন বাটা
  11. 3টেকাঁচা লংকা বাটা
  12. 1চা চামচ লঙ্কা গুঁড়ো
  13. 1/2চা চামচজিরা গুঁড়ো
  14. 1/2 চা চামচ ধনে গুঁড়ো
  15. 1 চা চামচহলুদ গুঁড়ো
  16. 1/2 চা চামচ গরম মসলা গুঁড়ো
  17. পরিমাণ মতসর্ষে তেল
  18. স্বাদ মত নুন

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে মাছের মুড়ো নুন আর হলুদ দিয়ে মাখিয়ে কড়াইতে তেল গরম করে ভেজে তুলে রাখতে হবে।

  2. 2

    তারপর ডুমো করে কাটা আলু একটু নুন আর হলুদ দিয়ে ভেজে তুলে রাখতে হবে

  3. 3

    তারপর ঐ তেলে আরো একটু তেল দিয়ে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোটা জিরা ফোড়ন দিয়ে একটু ভেজে নিতে হবে তারপর তাতে পেঁয়াজ কুচি টা দিয়ে ভাজতে হবে।

  4. 4

    তারপর তাতে টমেটো কুচি দিতে হবে। ২-৩ মিনিট ভেজে আদা রসুন বাটা,কাঁচা লংকা বাটা, নুন আর হলুদ দিয়ে ভাজতে হবে।

  5. 5

    কিছু ক্ষণ কষে তাতে জিরা গুড়ো, লংকা গুড়ো,ধনে গুড়ো আর অল্প জল দিয়ে নেড়ে মশালাটা কষতে হবে।

  6. 6

    কষানো হয়ে গেলে আর মশালার থেকে তেল ছাড়বে তখন তাতে জল দিয়ে ফুটতে দিতে হবে।

  7. 7

    জলটা ফুটে উঠলে ভেজে রাখা আলু আর মাছের মুড়োটা একটু ভেঙে দিতে হবে। ভালোকরে মিশিয়ে আচঁটা কমিয়ে ১০ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে।

  8. 8

    ঢাকা তুলে ঝোল টা গাঢ় হয়ে গেলে গরম মশলা গুড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Bindi Dey
Bindi Dey @cook_20288876

Similar Recipes