পোহা কচুরি (poha kachori recipe in Bengali)

Keya Nayak
Keya Nayak @cook_12214370

#নোনতা
২য় সপ্তাহ

পোহা কচুরি (poha kachori recipe in Bengali)

#নোনতা
২য় সপ্তাহ

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিনিট
২ জনের জন্যে
  1. ৬ টা ব্রেড
  2. ১ টা মাঝারি আলু সেদ্ধ
  3. ৪ চা চামচ কর্ণফ্লাওয়ার
  4. ১ চা চামচ গরম মসলা গুঁড়ো
  5. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  6. ৩ চা চামচ দুধ
  7. স্বাদমতোনুন
  8. পুরের জন্যে 👇
  9. ৩/৪কাপ চিঁড়ে
  10. ২ চা চামচ ধনে পাতা কুচি
  11. ৩ টে কাঁচা লঙ্কা কুচি
  12. ২ চা চামচ খুব মিহি করে পেঁয়াজ কুচি
  13. ৩ চা চামচ চিনা বাদাম গুঁড়ো
  14. ১ চা চামচ চাট মসলা
  15. ১/২ চা চামচ ভাজা জিরে গুঁড়ো
  16. ১/২ চা চামচ ভাজা ধনে গুঁড়ো
  17. ১ চা চামচ লেবুর রস
  18. স্বাদ অনুযায়ীনুন
  19. প্রয়োজন অনুযায়ীসাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিনিট
  1. 1

    ব্রেড র চার ধার কেটে নিয়ে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিয়ে দুধ দিয়ে মেখে নিতে হবে।

  2. 2

    আলু সেদ্ধ গ্রেটার দিয়ে ঘষে ভালো করে মেখে নিয়ে দুধে মাখা ব্রেড, কর্ণফ্লাওয়ার, গরম মসলা, লঙ্কা গুঁড়ো ও নুন দিয়ে আটার মতন মেখে নিতে হবে। ঢাকা দিয়ে সরিয়ে রাখতে হবে।

  3. 3

    একটু মোটা চিড়ে জলে ভিজিয়ে, জল ঝরিয়ে ঝরঝর এ করে নিতে হবে। তার সাথে তেল বাদে পুরের সব উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে।

  4. 4

    ব্রেড র মাখা থেকে লেচি কেটে নিয়ে তাতে চিড়ে র পুর ভরে দিতে হবে।

  5. 5

    হাতে তেল লাগিয়ে হাতের তালু র সাহায্যে চেপে চেপে ছোট ছোট কচুরি র মতন গড়ে নিতে হবে।

  6. 6

    তেল গরম করে তাতে কচুরি দিয়ে কম আঁচে লালচে করে ভেজে তুলে নিতে হবে । রিং পেঁয়াজের দিয়ে পরিবেশন করতে হবে। সাথে সস দিয়ে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Keya Nayak
Keya Nayak @cook_12214370

Similar Recipes