পোহা স্টিক(Poha Stick recipe in Bengali)

Runu Chowdhury
Runu Chowdhury @cook_20969727

#স্ন্যাক্স
চিরে দিয়ে স্ন্যাকস টি অতি সহজে ঝটপট রান্নাঘরের সবসময়ে উপলব্ধ জিনিষ দিয়ে তৈরি। খেতে ও বেশ ভালো। সন্ধ্যে তে চায়ের সাথে বেশ ভালো যায়।

পোহা স্টিক(Poha Stick recipe in Bengali)

#স্ন্যাক্স
চিরে দিয়ে স্ন্যাকস টি অতি সহজে ঝটপট রান্নাঘরের সবসময়ে উপলব্ধ জিনিষ দিয়ে তৈরি। খেতে ও বেশ ভালো। সন্ধ্যে তে চায়ের সাথে বেশ ভালো যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১০/১৫ মিনিট
৩/৪ জনের
  1. ৩/৪কাপচিড়ে
  2. ১ টিমাঝারি আলু সিদ্ধ গ্রেট করা
  3. ২ টেবিল চামচপেঁয়াজ কুচি
  4. ৩-৪ টিকাঁচা লঙ্কা কুচি
  5. ২ টেবিল চামচধনেপাতা কুচি
  6. ১ টেবিল চামচক্যাপ্সিকাম কুচি
  7. ২ টেবিল চামচগাজর গ্রেট করা
  8. ১ টেবিল চামচআদা কুচি
  9. ১কাপব্রেডক্রাম্বস / পাউরুটির গুঁড়ো
  10. ১/২চা চামচগরম মসলা
  11. ১চা চামচচাট মসলা
  12. ১চা চামচহলুদ গুঁড়ো
  13. ১চা চামচলঙ্কা গুঁড়ো
  14. ১ টেবিল চামচচালের গুঁড়ো
  15. ২ টেবিল চামচকর্ণফ্লাওয়ার
  16. ১ টেবিল চামচময়দা
  17. ১/২চা চামচগোল মরিচ গুঁড়ো
  18. ২/৩ টেবিল চামচজল
  19. প্রয়োজন অনুযায়ীতেল ভাজার জন্য
  20. স্বাদমতোনুন

রান্নার নির্দেশ সমূহ

১০/১৫ মিনিট
  1. 1

    চিরে ধুয়ে ২/৩ মিনিট ভিজিয়ে জল ঝরিয়ে নিতে হবে। চিরে, আলু সিদ্ধ, আদা কুচি, সব্জি পেঁয়াজ লঙ্কা কুচি, গুঁড়ো মসলা ও নুন ভালো করে মেখে নিতে হবে। চালের গুঁড়ো মিশিয়ে একটি চৌকো কেক টিনে তেল ব্রাশ করে চিরে মাখা কেক টিন এ সমান করে ছড়িয়ে ১০/১৫ মিনিট ফ্রিজে রাখতে হবে।

  2. 2

    কেক টিন থেকে বের করে আমি লম্বা করে কেটে নিয়েছি। ময়দা, কর্ন ফ্লওয়ার,নুন, গোল মরিচ, লঙ্কা গুঁড়ো ও জল মিশিয়ে একটি পাতলা গোলা করে টুকরো গুলি গোলা তে ডুবিয়ে কর্ণফ্লাওয়ার লেপটে নিতে হবে।

  3. 3

    কড়া তে তেল গরম করে টুকরো গুলো সোনালী করে ভেজে পছন্দের চাটনী বা সস দিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Runu Chowdhury
Runu Chowdhury @cook_20969727
আমি রান্না নিয়ে অনেক রকম ঘরোয়া গবেষনা করতে ভালোবাসি। প্রথাগত রান্না আমার খুবই প্রিয়। রান্নাবান্না আমার কয়েকটি সখের মধ্যে অন্যতম একটি।
আরও পড়ুন

Similar Recipes