ম‍্যাকারনি কুরকুরে(Macaroni kurkure recipe in Bengali)

Mili DasMal
Mili DasMal @cook_24613507
Bilaspur(C.G)

#নোনতা

বিকালের দিকে বাচ্চা থেকে বড় সবার জন্য আমার ফ‍্যামিলিতে স্ন‍্যাক্স সবারই খুবই পছন্দের তাই এটি বানানো।

ম‍্যাকারনি কুরকুরে(Macaroni kurkure recipe in Bengali)

#নোনতা

বিকালের দিকে বাচ্চা থেকে বড় সবার জন্য আমার ফ‍্যামিলিতে স্ন‍্যাক্স সবারই খুবই পছন্দের তাই এটি বানানো।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20মিনিট।
2জন।
  1. 1 কাপম‍্যাকারনি
  2. 1/5 চা চামচময়দা
  3. 1/5 চা চামচকর্ণ ফ্লাওয়ার
  4. 1 চা চামচবিট্ নুন
  5. পরিমান মতো জল
  6. 1 কাপবরফ জল
  7. 1/2 চা চামচচিলি ফ্লেক্স
  8. 1/2 চা চামচ আমচুর পাউডার
  9. 1/2 চা চামচ পুদিনা পাউডার
  10. 1/2 চা চামচগার্লিক পাউডার
  11. প্রয়োজন অনুযায়ীরিফাইন্ড অয়েল ডিপ ফ্রাই এর জন্য

রান্নার নির্দেশ সমূহ

20মিনিট।
  1. 1

    1কাপ ম‍্যাকারনি, সামান‍্য অয়েল, ও অল্প পরিমানে নুন দিয়ে বয়েল্ড করে নেব।

  2. 2

    বয়েল্ড হয়ে গেলে একটি ছাকনির মধ‍্যে ঢেলে নেব। ও জল ঝড়ঝড়ে করার জন‍্য কিছুটা বরফ জল উপর থেকে ঢেলে নেব।

  3. 3

    এরপর একটি মিক্সিং বোওল এ ম‍্যাকারনি, 1/5 চামচ ময়দা, 1/5 চামচ কর্ণ ফ্লাওয়ার ভালো করে মিক্সড করে নেব। ও ছাকনির সাহায্যে এক্সট‍্রা ময়দা র মিশ্রন ঝেড়ে নেব।

  4. 4

    কড়ায় অয়েল গরম করে ম‍্যাকারনি গুলো ডিপ ফ্রাই করে একটি প্লেটের উপর ট‍্যিসু পেপার রেখে নাবিয়ে নেব।

  5. 5

    এরপর একটি প্লেটে 1/2চামচ চিলি ফ্লেক্স, 1/2 চামচ আমচুড় পাউডার, 1/2 চামচ পুদিনা পাউডার, 1/2 চামচ গার্লিক পাউডার,1 চামচ বিট্ নুন ভালো করে মিক্সড্ করে নিতে হবে।

  6. 6

    এবার একটি ঢাকনা দেওয়া কন্টেনার্ এ ডিপ ফ্রাই ম‍্যাকারনি ও মিক্সড মশলা দিয়ে ভালো করে ঝাঁকিয়ে ম‍্যাকারনি তে মশলা মিক্সড করে নিয়ে রের্ডি সার্ভ করার জন‍্য ম‍্যাকারনি কুড়কুড়ে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mili DasMal
Mili DasMal @cook_24613507
Bilaspur(C.G)
Love Cooking 😍❤
আরও পড়ুন

Similar Recipes