মোড়কবন্দী হালুয়া(morokbondi halua recipe in Bengali)

Anupama Paul
Anupama Paul @cook_15996080
serampore

#মিষ্টি #৩য় সপ্তাহ

গাজরের হালুয়া উত্তর ভারতের একটা বিখ্যাত মিষ্টি পদ।কোরানো গাজর, ঘী,কনডেন্সড মিল্ক, দুধ,কাজুবাদাম,কিশমিশ, পেস্তা বাদাম,আমন্ডের সংমিশ্রণে এ এক স্বর্গীয় স্বাদের প্রতীক।আর এই চেনা মিষ্টি খাবারকেই আমি একটু অন‍্যভাবে উপস্থাপন করলাম মোড়কবন্দী করে; যাতে এ স্বাদের সাথে সাথেই রূপেও সকলকে নতুনভাবে মুগ্ধ করতে পারে।

মোড়কবন্দী হালুয়া(morokbondi halua recipe in Bengali)

#মিষ্টি #৩য় সপ্তাহ

গাজরের হালুয়া উত্তর ভারতের একটা বিখ্যাত মিষ্টি পদ।কোরানো গাজর, ঘী,কনডেন্সড মিল্ক, দুধ,কাজুবাদাম,কিশমিশ, পেস্তা বাদাম,আমন্ডের সংমিশ্রণে এ এক স্বর্গীয় স্বাদের প্রতীক।আর এই চেনা মিষ্টি খাবারকেই আমি একটু অন‍্যভাবে উপস্থাপন করলাম মোড়কবন্দী করে; যাতে এ স্বাদের সাথে সাথেই রূপেও সকলকে নতুনভাবে মুগ্ধ করতে পারে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০-৩৫ মিনিট
৪ জন
  1. ১ কাপ কোরানো গাজর
  2. ২/৩ কাপ ময়দা
  3. ১/৪ কাপ চিনি(স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন)
  4. ২ টেবিল চামচ কনডেন্সড মিল্ক
  5. ৪ টেবিল চামচ ঘি
  6. ২ বড়ো চামচ গুঁড়ো দুধ
  7. ১/৪ কাপ তরল দুধ
  8. ১ টি তেজপাতা
  9. ১ টেবিল চামচ পেস্তা কুঁচি
  10. ১ টেবিল চামচ আমণ্ড বাদাম কুঁচি
  11. ১ টেবিল চামচ কিসমিস
  12. ১ টেবিল চামচ কাজু বাদাম কুঁচি
  13. ১ টেবিল চামচ গুঁড়ো চিনি
  14. ১/৪ চা চামচ ছোটো এলাচ গুঁড়ো
  15. পরিমানমতোভাজার জন্য সাদা তেল
  16. পরিমাণমতো জল

রান্নার নির্দেশ সমূহ

৩০-৩৫ মিনিট
  1. 1

    প্রথমে একটি পাত্রে ময়দা, ১ বড় চামচ ঘী,১ বড় চামচ গুড় চিনি আর পরিমাণ মতো জল দিয়ে ময়দা মেখে ভিজে কাপর দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে।

  2. 2

    এরপর কড়াইতে ৩ বড় চামচ ঘী দিয়ে তেজপাতা ফোরন দিতে হবে সুগন্দ বেরোলে কোড়ানো গাজর দিয়ে ভাল করে নাড়তে হবে যতক্ষণনা গাজরের কাঁচা গন্ধ চলে যায়।

  3. 3

    এরপর আঁচ একদম কমিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে যাতে গাজর সেদ্ধ হয়ে যায়।

  4. 4

    এরপর ঢাকা খুলে ওর মধ্যে চিনি,মিল্কমেড,তরল দুধ আর ছোটো এলাচ গুঁড়ো দিয়ে নাড়তে হবে যতক্ষণনা শুকনো হয়ে আসছে।

  5. 5

    তারপর ওর মধ্যে কাজু,কিশমিশ,পেস্তা,আমন্ড আর গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

  6. 6

    এরপর হালুয়া পুরো ঠান্ডা করে নিতে হবে।

  7. 7

    এরপর ময়দা মাখা থেকে লেচি কেটে লুচির মতো বেলে তারপর চৌকো করে কেটে নিতে হবে।

  8. 8

    এরপর ওর মধ্যে হালুয়া পুর দিয়ে চার ধারে জল লাগিয়ে মুরে নিতে হবে।

  9. 9

    এরপর ডুবো তেলে ভেজে নিলেই তৈরী।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Anupama Paul
Anupama Paul @cook_15996080
serampore

মন্তব্যগুলি (9)

Similar Recipes