তরমুজের জুস (watermelon juce recipe in Bengali)

Sampa Nath
Sampa Nath @SR93

এই গরমে শরীর কে ঠান্ডা রাখতে তরমুজের জুস বেশ ভালো লাগে।

তরমুজের জুস (watermelon juce recipe in Bengali)

এই গরমে শরীর কে ঠান্ডা রাখতে তরমুজের জুস বেশ ভালো লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১/২তরমুজ
  2. ২চা চামচ চিনি
  3. স্বাদমতোসামান্য বিট লবণ
  4. ২চা চামচ লেবুর রস
  5. ১চা চামচ চাট মশলা
  6. ৪টে বরফ কিউব

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে তরমুজ ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এবার গ্রাইন্ডারে ভালো করে পিষে নিয়ে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে।

  2. 2

    চিনি গুঁড়ো করে নিতে হবে। এবার জুসের সঙ্গে গুঁড়ো চিনি, লেবুর রস, বিট লবণ ও চাট মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

  3. 3

    এবার জুস টা একটা গ্লাসে ঢেলে উপরে বরফ দিয়ে এবং এক টুকরো লেবু দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে। চাইলে ফ্রিজে রেখে ও পরিবেশন করতে পারেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sampa Nath

Similar Recipes