শুক্তো(sukto recipe in Bengali)

Sunanda Jash
Sunanda Jash @cook_20738428

#তেঁতো/টক
যে কোন বাঙালী শুভ অনুষ্ঠানে শুক্তো প্রথম পাতেই সবার মন জয় করে।এই পদটি আমার ঠাকুমার কাছ থেকেই শেখা যে ছিল শুক্তো স্পেশালিস্ট।

শুক্তো(sukto recipe in Bengali)

#তেঁতো/টক
যে কোন বাঙালী শুভ অনুষ্ঠানে শুক্তো প্রথম পাতেই সবার মন জয় করে।এই পদটি আমার ঠাকুমার কাছ থেকেই শেখা যে ছিল শুক্তো স্পেশালিস্ট।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

40 মিনিট
4 জন
  1. 2টি আলু লম্বা করে কুচানো
  2. 3টি কাঁচকলা লম্বা করে কুচি
  3. 2টি উচ্ছে
  4. 1টি টম্যাটো
  5. 2টি তেজপাতা
  6. 1 চা চামচগোটা সর্ষে
  7. 1 চা চামচপাঁচ ফোড়ন
  8. 2টি শুকনো লঙ্কা
  9. 2 চা চামচআদা বাঁটা
  10. 2 চা চামচভাজা জিরে গুঁড়ো
  11. 2 চা চামচহলুদ গুঁড়ো
  12. 1/2 কাপবড়ি
  13. 2 টেবল চামচসর্ষের তেল
  14. 1/2 কাপজল
  15. স্বাদমতোনুন

রান্নার নির্দেশ সমূহ

40 মিনিট
  1. 1

    কড়াইতে 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করে তাতে শুকনো লঙ্কা,তেজপাতা 2 টো, 1 চা চামচ গোটা সর্ষে,1 চা চামচ পাঁচ ফোড়ন দিয়ে দেয়া হল।বড়ি ভেজে তুলে রাখা হল।

  2. 2

    একে একে কুচানো আলু,কাঁচকলা,উচ্ছে ভেজে নেওয়া হল।এতে 2 চা চামচ আদা বাঁটা,2 চা চামচ ভাজা জিরে গুঁড়ো,2 চা চামচ হলুদ গুঁড়ো ভাল করে মিশিয়ে টম্যাটো কুচি দিয়ে মশলা কষানো হল।নুন পরিমাণ মত দেওয়া হল।

  3. 3

    1/2 কাপ জল ও দুধে যোগ করে মিশিয়ে নিতে হবে।এরপর বড়ি ছেড়ে দিয়ে,উচ্ছে ভাজাফY সর্ষেবাঁটা 1 চা চামচ দিতে হবে।

  4. 4

    এবার বড়ি আর উচ্ছে যোগ করা হল।নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে শুক্তো।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sunanda Jash
Sunanda Jash @cook_20738428

Similar Recipes