শুক্তো (sukto recipe in Bengali)

Payeli Paul Datta
Payeli Paul Datta @payelicook123
হাওড়া

#তেঁতো/টক
বিয়েবাড়িতে দুপুরের খাওয়ার মেনু তে শুক্তো থাকবেই। এখন লকডাউনে বিয়ে বাড়ি বন্ধ। তাই বিয়েবাড়ির স্বাদ বাড়িতে হলে মন্দ হয় না।

শুক্তো (sukto recipe in Bengali)

#তেঁতো/টক
বিয়েবাড়িতে দুপুরের খাওয়ার মেনু তে শুক্তো থাকবেই। এখন লকডাউনে বিয়ে বাড়ি বন্ধ। তাই বিয়েবাড়ির স্বাদ বাড়িতে হলে মন্দ হয় না।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
4 জন
  1. 1 টাআলু
  2. 1 টাপটল
  3. 1 টাকাঁচকলা
  4. 100 গ্রামউচ্ছে
  5. 1 টাবেগুন
  6. 1 টারাঙা আলু
  7. 4/5 টাবড়ি
  8. 50 গ্রামডাঁটা
  9. 100 গ্রামপেঁপে
  10. 50 গ্রামবিনস/বরবটি
  11. 1 টাগাজর
  12. 1 চা চামচজিরে গুড়ো
  13. 1 চা চামচধনে গুড়ো
  14. 1/4 চা চামচহিং
  15. 1/2 চা চামচহলুদ
  16. স্বাদ মতোনুন
  17. 1 চা চামচচিনি
  18. 1½ চা চামচপাঁচফোঁড়ন
  19. 2 টোশুকনো লঙ্কা
  20. 1/2 চা চামচরাঁধুনি
  21. 2 টোতেজপাতা
  22. 1 চা চামচঘি
  23. 1/2 কাপদুধ
  24. 1 1/2 চা চামচসরষে পোস্ত বাটা
  25. 100 গ্রামসরষের তেল

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    সমস্ত সবজি গুলো কে একে একে তেলে ভেজে নিতে হবে। তারপর কড়াই এ ½ চা চামচ পাঁচ ফোঁড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ও হিং ফোড়ন দিতে হবে।

  2. 2

    ফোড়ন হয়ে গেলে তাতে বড়ি দিয়ে ভেজে তুলে নিতে হবে। এবার কড়াইয়ে সব ভাজা সবজি দিয়ে তাতে একে একে ধনে গুড়ো, জিরে গুড়ো, রাঁধুনি, হলুদ, নুন, চিনি দিয়ে কষিয়ে জল ঢেলে দিতে হবে। ঢাকা দিয়ে সবজি গুলো সিদ্ধ হতে দিতে হবে। সবজি গুলো সিদ্ধ হয়ে গেলে তাতে সরষে পোস্ত বাটা ও আগে ভেজে রাখা বড়ি দিয়ে 5 মিনিট মতো ফুটতে দিতে হবে।

  3. 3

    অন্য দিকে 1 চা চামচ পাঁচ ফোঁড়ন কে শুকনো খোলায় ভেজে গুড়ো করে নিতে হবে। এবার তরকারি ফুটে উঠলে তাতে দুধ ও ঘি দিয়ে নেড়ে নামিয়ে নিতে হবে। উপর থেকে পাঁচ ফোঁড়ন ভাজা ছড়িয়ে দিলেই তৈরী হয়ে যাবে শুক্তো।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Payeli Paul Datta
Payeli Paul Datta @payelicook123
হাওড়া
পেশা শিক্ষকতা, নেশা রান্না । সর্বোপরি নতুন নতুন রান্না করে সবাই কে খাওয়া তে ভালোবাসি।
আরও পড়ুন

Similar Recipes