ডিম টোস্ট (dim Toast recipe in Bengali)

Rakhi Dey Chatterjee
Rakhi Dey Chatterjee @cook_23565758
Howrah (Bagnan)

খুব সহজে তাড়াতাড়ি বানানো যায় ও খুব হেলদি খাবার।

ডিম টোস্ট (dim Toast recipe in Bengali)

খুব সহজে তাড়াতাড়ি বানানো যায় ও খুব হেলদি খাবার।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিনিট
৩জন
  1. ১৪ স্লাইস পাউরুটি
  2. ৪টে ডিম
  3. ১/২কাপ দুধ
  4. ৪চা চামচ ব্রেডকাম্ব / পাউরুটির গুঁড়ো
  5. ১টা পেঁয়াজ কুচি
  6. ১/২টমাটো কুচি
  7. ৪ টেবিল চামচ গাজর কুচি
  8. ৩টেবিল চামচ ক‍্যাপসিকাম কুচি
  9. ১/৪ টেবিল চামচ আদাবাটা
  10. ৪টে কাঁচা লঙ্কা কুচি
  11. ৩টেবিল চামচ ধনেপাতা কুচি
  12. ১ টেবিল চামচ গোলমরিচ গুড়ো
  13. ৮-১০ চা চামচ সাদা তেল
  14. স্বাদমতোনুন

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    প্রথমে পাউরুটি গুলো কেটে ফ্রাইনপ্যান গরম করে তাতে সেকে নিতে হবে।

  2. 2

    এরপর একটা জায়গায় সব উপকরন (পাউরুটি ও তেল বাদে) নিয়ে ভাল করে মেশাতে হবে।

  3. 3

    এবার ফ্রাইনপ‍্যান গরম করে তাতে তেল দিয়ে পাউরুটির স্লাইস্ ব‍্যাটারে ডুবিয়ে ফ্রাইনপ‍্যানে দিয়ে ভাল করে ভেজে নেবে অল্প আচে।এইভাবে সব তৈরী করে নিয়ে টমেটো সস্ দিয়ে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rakhi Dey Chatterjee
Rakhi Dey Chatterjee @cook_23565758
Howrah (Bagnan)
রান্না করতে ভালবাসি ও রান্না করে খাওয়াতে ভালবাসি
আরও পড়ুন

Similar Recipes