রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

2 জন
  1. 500 গ্রামচিকেন
  2. 500 গ্রামবাসমতি চাল
  3. 1/2 কাপপেঁয়াজ কুচি
  4. 3 টেকাঁচালঙ্কা চেরা
  5. স্বাদমতনুন
  6. 1 চা চামচজিরে গুঁড়ো
  7. 1 চা চামচধনে গুঁড়ো
  8. 1 চা চামচলঙ্কা গুঁড়ো
  9. 1/2 কাপধনেপাতা কুচি
  10. 1/2 কাপপুদিনাপাতা কুচি
  11. 1 টাতেজপাতা
  12. 3 টেছোট এলাচ
  13. 1 টুকরোদারচিনি
  14. 4 টেলবঙ্গ
  15. 1/2 চা চামচসাজিরা
  16. 3 টেবিল চামচঘি
  17. 2 টেবিল চামচসাদা তেল
  18. 2 টেবিল চামচপেঁয়াজ বেরেস্তা
  19. 1/4 কাপটক দই
  20. 1 টেবিল চামচগোলাপ জল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে একটা মোটা তলা ওয়ালা হাঁড়িতে সাদা তেল আর ঘি গরম করে ওতে গোটা গরম মশলা ফোঁড়ন দিয়ে গন্ধ বেরোলে ওতে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে

  2. 2

    পেঁয়াজ একটু ভাজা হলে ওতে আদা রসুন বাটা দিয়ে ভালোকরে কষাতে হবে

  3. 3

    কষানো হলে ওতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে আর একটু কষাতে হবে

  4. 4

    মশলা ভালোকরে কষানো হলে ওতে চিকেন দিয়ে ভালোকরে কষাতে হবে

  5. 5

    এবার ওতে টক দই আর নুন দিয়ে 7 - 8 মিনিট কষাতে হবে

  6. 6

    এবার ওতে অল্প ধনেপাতা কুচি আর পুদিনা পাতা কুচি দিয়ে আরো 3 - 4 মিনিট কষাতে হবে

  7. 7

    এবার চালের দেড় গুন গরম জল দিয়ে ওতে আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা চাল দিতে হবে

  8. 8

    এবার ওতে গোলাপ জল, কাঁচালঙ্কা চেরা দিয়ে আর নুন চেক করে নিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট হাই ফ্লেমে রান্না করতে হবে

  9. 9

    10 মিনিট পর জল শুকিয়ে গেলে ওতে 1 টেবিল চামচ ঘি ছড়িয়ে দিয়ে আবার 4 - 5 মিনিট লো ফ্লেমে দমে বসিয়ে রাখতে হবে

  10. 10

    এবার নামিয়ে নিয়ে রায়তা আর স্যালাডের সাথে গরম গরম সার্ভ করতে হবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today

মন্তব্যগুলি (5)

Similar Recipes