ভাপা সন্দেশ (bhapa sondesh recipe in Bengali)

সুতপা(রিমি) মণ্ডল
সুতপা(রিমি) মণ্ডল @cook_24881445
দওপুকুর

#ebook2
#নববর্ষ
বাঙালি হোক বা অবাঙালি নববর্ষ হোক বা যেকোনো উৎসব, মিষ্টি না হলে উৎসব ব্যাপারটা কেমন বেরঙিন হয়ে যায়। তাই ভীষন সহজ কিন্তু দারুন স্বাদের একটা মিষ্টির রেসিপি আমি তোমাদের সবার সাথে Share করলাম। ভাপা সন্দেশ

ভাপা সন্দেশ (bhapa sondesh recipe in Bengali)

#ebook2
#নববর্ষ
বাঙালি হোক বা অবাঙালি নববর্ষ হোক বা যেকোনো উৎসব, মিষ্টি না হলে উৎসব ব্যাপারটা কেমন বেরঙিন হয়ে যায়। তাই ভীষন সহজ কিন্তু দারুন স্বাদের একটা মিষ্টির রেসিপি আমি তোমাদের সবার সাথে Share করলাম। ভাপা সন্দেশ

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘণ্টা
৪-৫জন
  1. ১লিটারদুধ
  2. ২:২ অনুপাতে জল ও ভিনিগার
  3. ৩-৪ টেবিল চামচ চিনি
  4. ১/২ কাপ দুধ
  5. ১/২ চা চামচভ্যানিলা এসেন্স
  6. 1/2 চা চামচঘি
  7. পরিমান মতোড্রাই ফ্রুট ( ঐচ্ছিক)
  8. ২-৩ কাপ জল

রান্নার নির্দেশ সমূহ

১ঘণ্টা
  1. 1

    প্রথমে, এক লিটার দুধ ফুটিয়ে আঁচ বন্ধ করে দিন।২-৩মিনিট পর ওই ফোটানো দুধে জল ও ভিনিগার মিশিয়ে ছানা তৈরি করুন। ছানা একটা সুতোর কাপড়ের সাহায্যে ছেঁকে নিয়ে ভালো করে ঠান্ডা জল দিয়ে ছানা ধুয়ে নিয়ে জল ঝরিয়ে কাপড়ের মধ্যেই ঝুলিয়ে রাখুন প্রায় ৩০মিনিট মতো।

  2. 2

    এরপর, মিক্সিতে, ৩-৪ চামচ চিনি গুঁড়ো করে নিন। এবার তাতে, জল ঝরানো ছানা দিয়ে পেস্ট করে নিন এক সাথে।

  3. 3

    এবার এই পোস্টে অল্প অল্প করে লিকুইড দুধ মেশান ও ভ্যানিলা এসেন্স দিয়ে মিক্সিতে পেস্ট করে নিন সব এক সাথে। একটা ঘন ব্যাটার বানান।

  4. 4

    এবার একটা অ্যালুমিনিয়ামের পাত্রে অল্প ঘি লাগিয়ে তাতে ব্যাটার ঢেলে দিন ও ভালো করে ট্যাপ করুন। ওপর দিয়ে ফুড কালার বা কেশর ও ইচ্ছে মত dry fruits দিতে পারেন।

  5. 5

    এরপর, কড়াইতে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিন, ও আঁচ একদম কমিয়ে দিন। স্ট্যান্ডের ওপর পাত্রটি বসিয়ে ঢাকা দিয়ে দিন ২০-২৫ মিনিট মতো।

  6. 6

    ২০-২৫ মিনিট পর ঢাকা খুলে দেখে নিন একটা টুথপিক বা ছুরির সাহায্যে। ছুরি তে লেগে না গেলে বুঝবেন হয়ে গেছে। এবার আঁচ বন্ধ করে ঠান্ডা হতে দিন। ঠান্ডা হলে আরো ১৫-২০ মিনিট ফ্রিজে রেখে দিন।

  7. 7

    ১৫-২০ মিনিট পর ফ্রিজ থেকে বের করে পিস পিস করে কেটে পরিবেশন করুন ভাপা সন্দেশ।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
সুতপা(রিমি) মণ্ডল
দওপুকুর
খেতে খুব একটা ভালো না বাসলেও রান্না করে খাওয়াতে ভীষন ভালোবাসি। সব সময় নতুন কিছু করার চেষ্টা করি। তাছাড়া বিভিন্ন সৃজন মূলক কাজে নিজেকে ব্যস্ত রাখি।
আরও পড়ুন

Similar Recipes