ভাপা সন্দেশ (bhapa sondesh recipe in Bengali)

Sheela Biswas
Sheela Biswas @sheela_02

#ebook2
#জামাইষষ্ঠী
বাঙালিদের মিষ্টি ছাড়া বিশেষ পর্ব তো ভাবা ই জায় না । তাই এই বিশেষ দিনের জন্য আমি তৈরি করেছি ভাপা সন্দেশ। জামাইষষ্ঠী তে এই মিষ্টি দিয়ে জামাই কে খুশি করে দিতে পারেন।

ভাপা সন্দেশ (bhapa sondesh recipe in Bengali)

#ebook2
#জামাইষষ্ঠী
বাঙালিদের মিষ্টি ছাড়া বিশেষ পর্ব তো ভাবা ই জায় না । তাই এই বিশেষ দিনের জন্য আমি তৈরি করেছি ভাপা সন্দেশ। জামাইষষ্ঠী তে এই মিষ্টি দিয়ে জামাই কে খুশি করে দিতে পারেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১ লিটার দুধের ছানা
  2. ১/৪ কাপ পাউডার সুগার
  3. ১/২ কাপগুঁড়ো দুধ
  4. ২ চা চামচ কেসর দুধ
  5. পরিমাণ মতোকেশর এর পাপড়ি
  6. ১/৪ চা চামচ এলাচ গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    আমি এখানে দুধের ছানা বানিয়ে জল ঝরিয়ে রেখে দিতে হবে। তারপর ছানা টা একটা প্লেটে রেখে মথে নিতে হবে।

  2. 2

    তারপর ওর মধ্যে চিনি গুড়ো দিয়ে মেখে নিতে হবে তারপর পাউডার দুধ দিয়ে হাত দিয়ে চটকিয়ে এলাচ গুড়ো দিয়ে ভালো করে মেখে নিতে হবে।

  3. 3

    তারপর ওর মধ্যে কেসর ভেজানো দুধ দিয়ে আবার মিশিয়ে নিতে হবে।

  4. 4

    তারপর একটা বাটিতে ঘি ব্রাস করে তারপর মেখে রাখা ছানা টা দিয়ে সমান করে উপর থেকে কিছু কেসর ধাগা দিয়ে দিতে হবে।

  5. 5

    তারপর ফয়েল পেপার দিয়ে ঢেকে একটা পাত্রে জল নিয়ে ওর মধ্যে স্টেন্ড বসিয়ে জল গরম হলে টিফিন টা বসিয়ে দিতে হবে আর ২০ মিনিট ঢেকে হতে দিতে হবে।

  6. 6

    ২০ মিনিট পর গ্যাস বন্ধ করে বাটিটা ঠাণ্ডা করে নিতে হবে। ঠাণ্ডা হলে একটা প্লেটে রেখে পাল্টে দিতে হবে আর নিজের ইচ্ছে মত সেপে কেটে নিতে হবে।

  7. 7

    তারপর একটা সর্ভিং প্লেটে সাজিয়ে নিজের ইচ্ছে মত পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sheela Biswas
Sheela Biswas @sheela_02
কুকপ্যাড আমাদের হোম সেফদের জন্য এতো বড় একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে তার জন্য কুকপ্যাড কে জানাই অসংখ্য ধন্যবাদ 🙏🙏
আরও পড়ুন

Similar Recipes