লেফ্টওভার ভাতের কাটলেট(leftover rice cutlet recipe in bengali)

Nandita Mukherjee
Nandita Mukherjee @cook_nandita7

#monsoon2020
রাতের বেঁচে যাওয়া ভাত ফেলে না দিয়ে ফ্রিজে রেখে পরদিন চায়ের আসরে এই ভাবে কাটলেট বানিয়ে খেলে জাস্ট চায়ের আসর জমে যাবে.

লেফ্টওভার ভাতের কাটলেট(leftover rice cutlet recipe in bengali)

#monsoon2020
রাতের বেঁচে যাওয়া ভাত ফেলে না দিয়ে ফ্রিজে রেখে পরদিন চায়ের আসরে এই ভাবে কাটলেট বানিয়ে খেলে জাস্ট চায়ের আসর জমে যাবে.

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
৪ জন
  1. ১ কাপ ভাত
  2. ১ টা মাঝার আলু সেদ্ধ করে ম্যাশ করা
  3. ৩ টেবিল চামচ গাজর কুচি
  4. ২ টেবিল চামচ বাঁধাকপি কুচি
  5. ৫/৬ টা কাঁচালঙ্কা কুচি
  6. ২ টোপেঁয়াজ কুচি
  7. ২ টেবিল চামচ ধনেপাতা কুচি
  8. ১/৩ টেবিল চামচ চালের গুঁড়ো
  9. ১ চা চামচ লঙ্কার গুঁড়ো
  10. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  11. ১ চা চামচ জিরে গুঁড়ো
  12. ১ চা চামচ ধনে গুঁড়ো
  13. ১ চা চামচ গরম মসলা গুঁড়ো
  14. স্বাদ মতো লবণ
  15. পরিমাণ মতো সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    সবার আগে একটি বোলে ভাত নিয়ে সেদ্ধ আলু ভালো করে ম্যাশ করে ভাতের মধ্যে নিতে হবে,যেন গোটা না থাকে. এরপর ওর মধ্যে একে একে সব্জি কুচি,লঙ্কা কুচি,পেঁয়াজ কুচি,ধনেপাতা কুচি সব গুঁড়ো মসলা স্বাদ অনুযায়ী লবণ আর চালের গুঁড়ো নিয়ে খুব ভালো করে হাতে করে চটকে মেখে নিতে হবে যেন ভাত বা আলু গোটা না থাকে.

  2. 2

    এরপর হাতের তালুতে অল্প তেল মেখে নিয়ে কিছু টা করে মাখা মন্ড নিয়ে হাতে করে প্রেস করে তারপর দুই হাতের দ্বারা গোল করে নিয়ে কাটলেট আকারে গড়ে নিতে হবে.

  3. 3

    সব কাটলেট তৈরি করে নিয়ে গ্যাস জ্বেলে কড়াই বসিয়ে বেশ কিছু টা সাদা তেল দিয়ে (তবে একেবারে ডুবো তেলে ভাজার দরকার নেই,কাটলেট গুলো অর্দ্ধেক ডুবে থাকলেই হবে)মাঝার গরম করে নিয়ে মিডিয়াম টু হায় ফ্লেমে কাটলেট গুলো নিজের মনের মতো শ্যালো ফ্রাই বা ডিপ ফ্রাইকরে তুলে নিলেই গরম গলমভাতের কাটলেট রেডি (যার যেমন পছন্দ) টমেটো সস্ দিয়ে পরিবেশন করতে হবে.

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Nandita Mukherjee
Nandita Mukherjee @cook_nandita7

Similar Recipes