ভাত ভাজা (bhaat bhaja recipe in Bengali)

Nandita Mukherjee
Nandita Mukherjee @cook_nandita7

#Onirban
আগের দিনের বেঁচে যাওয়া ভাত দিয়ে ভাত ভাজা করে টিফিন বা নকল ফ্রায়েড রাইস, দারুণ সুস্বাদু এবং চটজলদি রেসিপি

ভাত ভাজা (bhaat bhaja recipe in Bengali)

#Onirban
আগের দিনের বেঁচে যাওয়া ভাত দিয়ে ভাত ভাজা করে টিফিন বা নকল ফ্রায়েড রাইস, দারুণ সুস্বাদু এবং চটজলদি রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১২ মিনিট
৩ জন
  1. ২ বাটি বাসি ভাত
  2. ১ টা মাঝারি আলু কুচানো
  3. ১/২ ক্যাপ্সিকাম কুচি
  4. ৭-৮ টা বিন্স কুচি
  5. ১/৮ ভাগ বাঁধাকপি কুচানো
  6. ১ টা বড় গাজর কুচি
  7. ১ টা মাঝারি পেঁয়াজ কুচি
  8. ৩-৪ টে কাঁচালঙ্কা কুচি
  9. ১ মুঠো বাদাম
  10. ৩ টে+৩ টে+২ টুকরো এলাচ , লবঙ্গ , দারচিনি
  11. ২ টো তেজপাতা
  12. ১/৪ চা চামচ গোটা জিরে
  13. স্বাদ মতনুন
  14. ২ টেবিল চামচ চিনি
  15. ২ টেবিল চামচ সাদা তেল
  16. ১ টেবিল চামচ ঘি

রান্নার নির্দেশ সমূহ

১২ মিনিট
  1. 1

    সবার আগে সব সব্জি কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, এবার গ্যাস জ্বেলে তেল ও ১/২ ঘি দিয়ে গ্যাস কম করে তেল ও ঘি গরম হলে জিরে তেজপাতা গোটা গরম মসলা দিয়ে ১০ সেকেন্ড ভেজে নিয়ে বা ফোড়নের সুগন্ধ ছাড়লে বাদাম দিয়ে কম আঁচে ২ মিনিট নাড়াচাড়া করে ভেজে নিয়েছি

  2. 2

    এবার সব সব্জি দিয়ে নাড়াচাড়া করে সবকিছু মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা হলে বা কালার টা চেঞ্জ হলে পরিমাণ মতো নুন দিয়ে কম আঁচে ঢাকা দিয়ে দিয়ে সব্জি সেদ্ধ করে নিয়ে ভাত মিশিয়ে সব একসাথে মিশিয়ে নিয়েছি

  3. 3

    ভাত ও সব উপকরণ বেশ মিশে গেলে বা ভাজা হলে চিনি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে সব শেষে ১/২ ঘি দিয়ে নেড়ে মিশিয়ে নিয়ে গলম গরম পরিবেশন করেছি.সকলে খুশি হয়ে মহানন্দে টিফিন সেরে ফেললো😀😀

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Nandita Mukherjee
Nandita Mukherjee @cook_nandita7

মন্তব্যগুলি

Similar Recipes