ইওগার্ট প‍্যানকেক(yogurt pancake recipe in Bengali)

Moubani Das Biswas
Moubani Das Biswas @mou_cook_1992

#দ‌ই
নিত‍্যদিনের রান্নায় দ‌ই এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে দ‌ইকে প্রধান উপকরণ রেখে এটি একটি স্বাস্থ‍্যসম্মত পদ।

ইওগার্ট প‍্যানকেক(yogurt pancake recipe in Bengali)

#দ‌ই
নিত‍্যদিনের রান্নায় দ‌ই এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে দ‌ইকে প্রধান উপকরণ রেখে এটি একটি স্বাস্থ‍্যসম্মত পদ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

প্রস্তুতি ২৫ মিনিট + রান্না ২০ মিনিট
৪জন
  1. ১০০গ্রামটকদ‌ই
  2. ১কাপময়দা
  3. ১ টেবিল চামচবেকিং পাউডার
  4. ২চিমটিলবণ
  5. ২ টেবিল চামচচিনিগুঁড়ো (অপসনাল)
  6. ৩ টেবিল চামচগলানো মাখন / সাদাতেল
  7. ১/২কাপদুধ
  8. ১ টেবিল চামচমাখন/সাদাতেল (সেঁকার জন‍্য)
  9. স্বাদ অনুযায়ীমধু
  10. প্রয়োজন অনুযায়ীচেরি, আখরোট / বাদাম (সাজানোর জন‍্য)

রান্নার নির্দেশ সমূহ

প্রস্তুতি ২৫ মিনিট + রান্না ২০ মিনিট
  1. 1

    টকদ‌ই ভালো করে ফেটিয়ে নিতে হবে। ওর মধ‍্যে দুধ, মাখন/তেল দিয়ে একটা মিশ্রণ বানাতে হবে।

  2. 2

    একটা পাত্রে ময়দা, বেকিং পাউডার ভালো করে মিশিয়ে রাখতে হবে।

  3. 3

    দ‌ইয়ের মিশ্রণে লবণ, চিনি দিয়ে মিশিয়ে অল্প অল্প করে ময়দা দিয়ে একটা স্মুদ ব‍্যাটার বানিয়ে ১৫ মিনিট ঢেকে রাখতে হবে।

  4. 4

    ননস্টিক প‍্যান গরম হলে ১/২চামচ মাখন দিয়ে প‍্যানে ভালো করে ছড়িয়ে ১ ডাবুহাতা ব‍্যাটার দিয়ে একপিঠ সেঁকা হলে উল্টে অন‍্য পিঠ সেঁকে নিতে হবে।

  5. 5

    এরপর বেশ কয়েকটা তেল ছাড়া সেঁকে নিয়ে ব‍্যাটার অর্ধেক হলে বাকি ১/২ চামচ মাখন দিয়ে আবার প‍্যান সিসন্ করে বাকি প‍্যানকেক গুলো বানিয়ে নিতে হবে।

  6. 6

    সব সেঁকা হয়ে গেলে একটার উপর একটা রেখে উপর থেকে মধু ড্রিজল করে চেরি, কুচোনো আখরোট/ বাদাম ছড়িয়ে পরিবেশন করতে হবে ইওগার্ট প‍্যানকেক।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Moubani Das Biswas
Moubani Das Biswas @mou_cook_1992

Similar Recipes