পুর ভরা কাঁকরোল (Pur bhora Kankrol recipe in Bengali)

Sumana Mukherjee
Sumana Mukherjee @Sumana_79
রূপনারায়ণপুর, পশ্চিম বর্ধমান

#india2020
কাঁকরোলের এই পদটি আগেকার দিনে খুবই জনপ্রিয় ছিল। কিন্তু বর্তমানের কর্ম ব্যাস্ত জীবনে প্রায় হাড়িয়ে যেতে বসেছে।

পুর ভরা কাঁকরোল (Pur bhora Kankrol recipe in Bengali)

#india2020
কাঁকরোলের এই পদটি আগেকার দিনে খুবই জনপ্রিয় ছিল। কিন্তু বর্তমানের কর্ম ব্যাস্ত জীবনে প্রায় হাড়িয়ে যেতে বসেছে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘন্টা
4 জন
  1. 4টে কাঁকরোল
  2. 1 কাপনারকেল কোরা
  3. 3টে কাঁচালঙ্কা
  4. 2টেবিল চামচ সর্ষের গুঁড়ো
  5. 4টেবিল চামচ ময়দা
  6. 1টেবিল চামচ সুজি
  7. স্বাদ মতোনুন ও চিনি
  8. 1/4 চা চামচহলুদ
  9. পরিমাণ মতো সর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

1 ঘন্টা
  1. 1

    সর্ষের গুরো অল্প গরম জল,নুন ও সর্ষের তেল দিয়ে ভিজিয়ে রাখতে হবে 30 মিনিট।

  2. 2

    কাঁকরোল গুলো ভালো করে ধুয়ে লম্বা করে কেটে হাফ করে অল্প জলে ভাপিয়ে রাখতে হবে।

  3. 3

    এবার পাতলা চামচের সাহায্যে সাবধানে কাঁকরোলের ভেতর থেকে বীজ গুলো বের করে নিতে হবে।

  4. 4

    কাঁকরোলের বীজ, নারকেল কোরা ও কাঁচালঙ্কা মিক্সিতে একসাথে পেস্ট করে রাখতে হবে।

  5. 5

    কড়াইতে 1টেবিল চামচ তেল গরম করে তাতে কাঁকরোলের বীজ এর পেস্টটা দিয়ে নাড়তে হবে যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায়। এখন গ্যাস বন্ধ করে ভিজিয়ে রাখা সর্ষে গুরো এর সাথে ভালো করে মিশিয়ে নামিয়ে রাখতে হবে।

  6. 6

    বীজ বের করা কাঁকরোল গুলোর মধ্যে এই পুর ভরে রাখতে হবে।

  7. 7

    ভাজার জন্য কড়াইতে তেল গরম বসাতে হবে। অন্যদিকে একটা বাটিতে ময়দা, সুজি,নুন, চিনি, 1চা চামচ তেল ও পরিমাণ মতো জল দিয়ে একটা মাঝারি ঘনত্বের ব্যাটার বানাতে হবে।

  8. 8

    এবার ঐ পুর ভরা কাঁকরোল গুলো এই ব্যাটারে ডুবিয়ে ডীপ ফ্রাই করে নিতে হবে। ভাজার সময় আঁচ কমিয়ে ভাজতে হবে। এই পুর ভরা কাঁকরোল গরম ভাতের সাথে অসাধারণ লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sumana Mukherjee
Sumana Mukherjee @Sumana_79
রূপনারায়ণপুর, পশ্চিম বর্ধমান
খুব সাধারণ এক গৃহবধূ ও একজন মা।
আরও পড়ুন

Similar Recipes