চিংড়ি ভাপা (chingri bhapa recipe in bengali)

Sarmistha Paul
Sarmistha Paul @cook_23430540

#ebook2
নববর্ষ স্পেশাল পর্বে আমার বাঙালিরা নতুন জামা-কাপর পড়াতে থেকে শুরু করে ভালো ভালো রান্না করে খেতে ও খুব পছন্দ করি আর ভালো রান্না বলতে চিংড়ি মাছ তো থাকবেই আর নববর্ষের দিনে আমি চিংড়ি ভাপা টাই করে থাকি খুব কম সময়ে খুবই সুস্বাদু একটি রান্না

চিংড়ি ভাপা (chingri bhapa recipe in bengali)

#ebook2
নববর্ষ স্পেশাল পর্বে আমার বাঙালিরা নতুন জামা-কাপর পড়াতে থেকে শুরু করে ভালো ভালো রান্না করে খেতে ও খুব পছন্দ করি আর ভালো রান্না বলতে চিংড়ি মাছ তো থাকবেই আর নববর্ষের দিনে আমি চিংড়ি ভাপা টাই করে থাকি খুব কম সময়ে খুবই সুস্বাদু একটি রান্না

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০-২৫মিনিট
৫জন
  1. ৩০০ গ্রাম চিংড়ি মাছ
  2. ২চা চামচ কালো সর্ষে
  3. ২চা চামচ সাদা সর্ষে
  4. ২চা চামচ পোস্ত
  5. ৬টা কাঁচালংকা
  6. ২চা চামচ টক দই
  7. ৪চা চামচ নারকেল কোরানো
  8. ১/২ কাপ সর্ষের তেল
  9. স্বাদ অনুযায়ী নুন

রান্নার নির্দেশ সমূহ

২০-২৫মিনিট
  1. 1

    প্রথমে চিংড়ি মাছ গুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তার পর তাতে ১/২ চা চামচে কম হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে একটু মেখে রেখে এবার কালো সর্ষে সাদা সর্ষে পোস্তো কাচালংকা আর ১/২নুন দিয়ে বেটে নিতে হবে

  2. 2

    এবার ওই মাছের মধ্যে একে একে বেটে রাখা মসলা, টক দই, নারকেল কোরানো আর সর্ষে তেল দিয়ে বেশ ভালো করে মেখে নিতে হবে এবার মাখা মাছ গুলো একটি ঢাকনা ওলা টিফিন কৌটতে ভালো করে ঢেলে নিয়ে তার উপর দিয়ে একটু সর্ষে তেল আর ২টো গোটা কাচালংকা দিয়ে খুব ভালো করে টিফিন কৌট মুখ আটকে নিয়ে

  3. 3

    এবার কড়াইতে জল বসিয়ে জল টা গরম হলে তাতে টিফিন কৌটটা আসতে করে বসিয়ে কড়াইটি ঢেকে দিয়ে ১৫মিনিট ওই ভাবে ভাপে ফুটতে দিতে হবে আর ১৫মিনিট পর টিফিন কৌট নামিয়ে নিয়ে একটু ঠান্ডা হলে পরে টিফিন কৌটর ঢাকনা খুলে নিলেই তৈরি দারুণ স্বাদের চিংড়ি ভাপা এবার আপনি গরম ভাতে পরিবেশন করুন খুবই জনপ্রিয় এবং সুস্বাদু একটি খাবার চিংড়ি ভাপা।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sarmistha Paul
Sarmistha Paul @cook_23430540

Similar Recipes