চিংড়ি ভাপা (Chingri Bhapa recipe in bengali)

Swati Ganguly Chatterjee
Swati Ganguly Chatterjee @Swatirrannaghor_2021
Maharashtra

#BRR
বাঙালি রান্নার রেসিপি চিংড়ি মাছের ভাপা বাঙালীর খুবই পছন্দের ও বিখ্যাত একটি পদ। এই ভাপা চিংড়ি আর গরম ভাত দুপুরের খাবারের জন্য বানালে ,একদম জমে যাবে।

চিংড়ি ভাপা (Chingri Bhapa recipe in bengali)

#BRR
বাঙালি রান্নার রেসিপি চিংড়ি মাছের ভাপা বাঙালীর খুবই পছন্দের ও বিখ্যাত একটি পদ। এই ভাপা চিংড়ি আর গরম ভাত দুপুরের খাবারের জন্য বানালে ,একদম জমে যাবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20-25 মিনিট
2-3,জন
  1. 250-350 গ্রামচিংড়ি মাছ
  2. 1টেবিল চামচ কালো সর্ষে
  3. 1-1/2 টেবিল চামচ সাদা সর্ষে
  4. 1টেবিল চামচ পোস্ত
  5. 3-4 টেবিল চামচ নারকোল কোড়া
  6. 4-5 টাকাঁচা লঙ্কা
  7. 1/4 কাপটক দই
  8. স্বাদ মতনুন ও চিনি
  9. 1 চা চামচহলুদ গুঁড়ো
  10. 2-3 টেবিল চামচ সর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

20-25 মিনিট
  1. 1

    প্রথমে চিংড়ি মাছে নুন ও হলুদ মাখিয়ে রাখতে হবে।
    একটি মিক্সার জারে, দুই রকম সর্ষে, পোস্ত,নারকোল কোড়া, 2 টো কাঁচা লঙ্কা,ও অল্প জল ও নুন দিয়ে ভাল করে বেটে নিতে হবে।

  2. 2

    এবার একটি বাটিতে এই মিশ্রণ, টক দই, নুন ও হলুদ দিয়ে ভাল করে মেখে নিতে হবে।
    এর মধ্যেই চিংড়ি মাছ,আন্দাজ মত জল,সর্ষের তেল দিয়ে ভাল করে মেখে নিতে হবে।

  3. 3

    একটি টিফিন বক্সে,এই মাখা চিংড়ির মিশ্রণ ঢেলে,ভাল করে মিক্স করে,উপরে চেরা কাঁচা লঙ্কা দিয়ে,ঢাকনা লাগিয়ে নিতে হবে।

  4. 4

    একটি পাত্রে জল গরম করে,ওর উপর একটি স্ট্যান্ড রেখে,তার উপর টিফিন বক্স রেখে,ঢাকা দিয়ে,আঁচ মধ্যম রেখে,ভাপে 15-20 মিনিট রাখতে হবে।

  5. 5

    এরপর ভাপা হয়ে গেলে,ঠাণ্ডা হলে,টিফিন বক্সের ঢাকনা খুলে,গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Swati Ganguly Chatterjee
Swati Ganguly Chatterjee @Swatirrannaghor_2021
Maharashtra
Ranna korte bhalo lage,natun ranna shikte ichha kore.My YouTube channelhttps://youtube.com/channel/UCZu1MBiyFIOuxczJY13gUUQ
আরও পড়ুন

Similar Recipes