এগ চিলি (egg chili recipe in Bengali)

Purabi Paul
Purabi Paul @cook_25589208

এগ চিলি (egg chili recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫ মিনিট
৩ জন
  1. ৩ টিডিম
  2. ৫ টিকাঁচা লঙ্কা চেরা
  3. ১ চা চামচ আদা রসুন কুচি
  4. স্বাদ মতোলবণ ও চিনি
  5. ১ টিক্যাপ্সিকাম (চৌকো করে কটা)
  6. ১ টিটমেটো (চৌকো করে কটা)
  7. ২ টিপেঁয়াজ চৌকো করে কাটা
  8. ৩ চা চামচটমেটো
  9. ৩ চা চামচসোয়া
  10. ১ চা চামচ গ্রিন চিলি
  11. রেড চিলি সস২ চা চামচ
  12. ৪ চা চামচসাদা তেল স্বাদ মত
  13. ৩ চা চামচকর্ণ ফ্লাওয়ার
  14. স্বাদ অনুযায়ীলঙ্কা গুঁড়ো
  15. স্বাদ অনুযায়ী গোল মরিচ গুঁড়ো
  16. ১কাপজল

রান্নার নির্দেশ সমূহ

২৫ মিনিট
  1. 1

    প্রথমে ৩ টে ডিম লবণ ও গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে সামান্য সাদা তেল গ্রিস করা টিফিন বক্স এ ঢেলে ১০ মিনিট স্টীম করে নিতে হবে। টিফিন বক্স ঠান্ডা হলে বের করে চৌকো করে কেটে নিতে হবে। এবার কর্ণ ফ্লাওয়ার এর ব্যাটর এ ডুবিয়ে হালকা ভেজে নামিয়ে নিতে হবে।

  2. 2

    প্যান এ সাদা তেল দিয়ে তাতে আদা রশুন কুচি, ক্যাপ্সিকাম পেয়াজ, টমেটো, কাঁচালঙ্কা চেরা দিয়ে হালকা ভাজা হলে দিয়ে দেব সোয়া, টমেটো, রেড ও গ্রিন চিলি সস। দেবো লবণ ও চিনি ও লঙ্কা গুরো। ১ মিনিট নেড়ে জল দিতে হবে।

  3. 3

    জল ফুটলে ডিম এর টুকরো গুলো দিয়ে ৫ মিনিট ঢাকা চাপা দিতে হবে। শেষে কর্ণ ফ্লাওয়ার গুলে দিয়ে ২ মিনিট ফুটতে দিয়ে নামিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Purabi Paul
Purabi Paul @cook_25589208

Similar Recipes