চিলি ফিশ(Chilli fish recipe in Bengali)

Annie Sircar
Annie Sircar @cook_20784348

#স্পাইসি রেসিপি
আজকাল চিলি সহযোগে চীন দেশীয় এই স্বাদ ছোট বড় সবার ই মন জয় করে নিয়েছে। রাস্তার মোড়েই হোক অথবা কোনো নামিদামী রেস্তরাঁতে, চিলি সংযুক্ত পদের খাদ্যরসিকের ভীড় লেগেই থাকে। সাধারণত সবাই এটা কাঁটা/হাড় বিহীন ই খেতে পছন্দ করেন। তবে আজ আমি পরীক্ষাগারে এই পদটি কাঁটা সহ রুই মাছ দিয়ে বানিয়েছি। আমার বাড়ির লোকেদের কোনোই পার্থক্য লাগেনি। আসল কথা, মনের জানলা টা খুলে দিলেই মলয় বাতাস ঘরে ঢুকতে আর কতক্ষণ!! বানিয়ে দেখবেন একদিন। পছন্দ হবেই, এটা আমার গ্যারান্টি। ☺️

চিলি ফিশ(Chilli fish recipe in Bengali)

#স্পাইসি রেসিপি
আজকাল চিলি সহযোগে চীন দেশীয় এই স্বাদ ছোট বড় সবার ই মন জয় করে নিয়েছে। রাস্তার মোড়েই হোক অথবা কোনো নামিদামী রেস্তরাঁতে, চিলি সংযুক্ত পদের খাদ্যরসিকের ভীড় লেগেই থাকে। সাধারণত সবাই এটা কাঁটা/হাড় বিহীন ই খেতে পছন্দ করেন। তবে আজ আমি পরীক্ষাগারে এই পদটি কাঁটা সহ রুই মাছ দিয়ে বানিয়েছি। আমার বাড়ির লোকেদের কোনোই পার্থক্য লাগেনি। আসল কথা, মনের জানলা টা খুলে দিলেই মলয় বাতাস ঘরে ঢুকতে আর কতক্ষণ!! বানিয়ে দেখবেন একদিন। পছন্দ হবেই, এটা আমার গ্যারান্টি। ☺️

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
  1. ১৫টি মাছের টুকরো ১ইঞ্চি চৌকো করে কাটা
  2. ২ চা চামচ ভিনিগার
  3. ৩ চা চামচ সোয়া সস
  4. ২ চা চামচ রেড চিলি সস
  5. ৩ চা চামচ টমেটো সস
  6. ১/২ ইঞ্চি আদা+৪ কোয়া রসুন+১কাঁচা লঙ্কা একসাথে বাটা
  7. ১টা পেঁয়াজ মিহি কুচি করে কাটা
  8. ৬ কোয়া রসুন কুচি
  9. ১টিছোট ক্যাপ্সিকাম ১/২ ইঞ্চি চৌকো করে কাটা
  10. ৩ চা চামচ ময়দা
  11. ৩ চা চামচ কর্ণ ফ্লাওয়ার
  12. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  13. স্বাদ অনুযায়ী লবণ
  14. ৮ চা চামচ তেল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    মাছ ধুয়ে এক ইঞ্চি চৌকো করে কেটে নুন মাখিয়ে রাখুন। এরপর দেড় চা চামচ সোয়া সস+১ চামচ ভিনিগার +আদা রসুন বাটা+ময়দা+কর্ণ ফ্লাওয়ার +গোলমরিচ গুঁড়ো +একটা ডিম ফাটিয়ে+লঙ্কা গুঁড়ো, এই সব ভাল করে মাখিয়ে ২০ মিনিট রেখে দিন।

  2. 2

    কড়াইতে তেল গরম করে মশলা মাখানো মাছের পীস গুলো ভেজে তুলুন।

  3. 3

    পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ক্যাপ্সিকাম মাপ অনুযায়ী কেটে রাখুন। এবার কড়াইতে ঐ তেলের মধ্যেই রসুন কুচি গুলো ভাজুন হাল্কা করে। এবার কুচানো পেঁয়াজ টা ভাল করে ভাজুন।এবার ওতে ভিনিগার, সোয়া সস, চিলি সস, টমেটো সস, গোলমরিচের গুঁড়ো, লবণ দিয়ে খুব ভাল করে মিশিয়ে দিন। সামান্য জল দিন যাতে পেঁয়াজ রসুন সেদ্ধ হয়ে যায় ।এবার হতে ভেজে রাখা মাছের টুকরো গুলো দিয়ে ভাল করে মশলা মিশিয়ে দিন।

  4. 4

    চৌকো করে কেটে রাখা পেঁয়াজ ও ক্যাপ্সিকাম এর টুকরো গুলো দিয়ে এক কাপ জল দিয়ে একটু ঢেকে দিন দুমিনিট এর জন্য। ঢাকা খুলে, কাঁচা লঙ্কা কুচি দিয়ে মিশিয়ে দিন।এক চামচ কর্ণ ফ্লাওয়ার আধা কাপ জলে গুলে ঢেলে দিন।

  5. 5

    দেখুন পেঁয়াজ ক্যাপ্সিকাম সেদ্ধ হয়ে, ঝোল টা ঘন হয়ে গিয়েছে। ওপর থেকে ক্যাপ্সিকাম এর কুচি ছড়িয়ে পরিবেশন করুন। ফ্রাইড রাইস /নুডলস/রুটি যেটা দিয়ে মন চায়,খেয়ে এবং খাইয়ে আনন্দ উপভোগ করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Annie Sircar
Annie Sircar @cook_20784348

Similar Recipes