এগলেস চকলেট ফ্রুট কেক(eggless chocolate fruit cake recipe in bengali)

Pratima Biswas Manna
Pratima Biswas Manna @Pratima
Ahmedabad

এগলেস চকলেট ফ্রুট কেক(eggless chocolate fruit cake recipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 1 কাপময়দা
  2. 1/2 কাপগুঁড়ো চিনি
  3. 3টেবিল চামচ কোকো পাউডার
  4. 1 চা চামচবেকিং পাউডার
  5. 1/2 চা চামচবেকিং সোডা
  6. 1/4 কাপসাদা তেল
  7. 1 কাপদুধ
  8. 1 চা চামচভ্যানিলা এসেন্স
  9. প্রয়োজন অনুযায়ীড্রাই ফ্রুট

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে একটি বড়ো পাত্রে সব শুকনো উপকরণ গুলো একসাথে একটা চালনি দিয়ে ভালো করে চেলে নিতে হবে।

  2. 2

    এবার ঐ পাত্রে তেল টা ঢেলে দিতে হবে। তারপর 1কাপ দুধ অল্প অল্প করে ঢেলে খুব ভালো করে মিক্স করতে হবে, যেন কোন লাম্পস না থাকে। এরপর এতে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স মেশাতে হবে।

  3. 3

    কেক এর ব্যাটর টা খুব ভালো করে মিক্স হয়ে গেলে ওর মধ্যে কিছু ড্রাই ফ্রুট দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে মরোব্বা আর আখরোট ব্যবহার করেছি। এবার একটা কেক টিনের উপর বাটার পেপার লাগিয়ে কেক ব্যাটর টা ঢেলে দিতে হবে।

  4. 4

    এবার কেক টিন টা 2-3 বার ট্যাপ করে নিতে হবে যাতে বাবেলস গুলো বেরিয়ে যায়। এখন এর উপর থেকে কিছু ড্রাই ফ্রুট ছড়িয়ে দিতে হবে। আমি এখানে টুটিফ্রূটি ও চেরি ব্যবহার করেছি। এবার প্রিহীট করা ওভেনে 180 ডিগ্রি তে 30 থেকে 35 মিনিট বেক করে নিতে হবে।

  5. 5

    30 মিনিট পর কেক টা একটা টুথপিক ঢুকিয়ে চেক করে নিতে হবে। টুথপিকটা পরিস্কার বেরিয়ে এলে কেক রেডি নাহলে আরো 5 মিনিট মত হতে দিতে হবে। তারপর কেক টা একটু ঠান্ডা হতে দিতে হবে। একটু ঠান্ডা হয়ে গেলে কেক টা আনমোল্ড করে বাটার পেপার টা সরিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এখন পরিবেশন করুন সুপার সফ্ট ও টেস্টি চকলেট ফ্রুট কেক।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Pratima Biswas Manna
Ahmedabad
আমি কুকপ্যাড বাংলার একটি অংশ যে কম্যুনিটি নিরন্তর সেই সকল রন্ধনকারীকে সমর্থন করে চলেছে যারা অক্লান্ত ও নিরন্তর ভাবে অপরের জন্য রান্নায় প্রয়াস চালিয়ে যাচ্ছেন
আরও পড়ুন

Similar Recipes