লেমন রাইস (Lemon rice recipe in Bengali)

Chameli Chatterjee
Chameli Chatterjee @cook_23071175

#চাল
লেমন রাইস খেতে ভালোই লাগে। টেস্টি হয়। অফিস বা স্কুল এর লাঞ্চ বক্সের জন্য পারফেক্ট রেসিপি।

লেমন রাইস (Lemon rice recipe in Bengali)

#চাল
লেমন রাইস খেতে ভালোই লাগে। টেস্টি হয়। অফিস বা স্কুল এর লাঞ্চ বক্সের জন্য পারফেক্ট রেসিপি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১বাটি /৩০০গ্ৰামচাল
  2. ৫০গ্ৰামবাদাম
  3. ৫-৬টাকারি পাতা
  4. ৪-৫চা চামচলেবুর রস
  5. ১/৪চা চামচহলুদ
  6. স্বাদ মতোনুন
  7. ২ চা চামচ তেল
  8. ১চা চামচসর্ষে
  9. ২টোকাঁচা লঙ্কা কুচি
  10. ২টো মাঝারিপেঁয়াজ কুচি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে ভাত টা করে নিতে হবে।ভাত হয়ে গেলে ফ্যান ঝরিয়ে একটা থালায় ভাত টা ছড়িয়ে একটু ঠান্ডা করে নিতে হবে।

  2. 2

    এবার একটা করায়ে বাদাম টা একটু রোস্ট করে নিয়ে তুলে রাখতে হবে।

  3. 3

    এবার করায়ে তেল দিয়ে তাতে সর্ষে ফোরন দিয়ে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু নেড়ে নিতে হবে। কারিপাতা টা ও দিয়ে দিতে হবে।

  4. 4

    এবার রোস্টেড বাদাম টা দিয়ে ভালোভাবে নাড়তে হবে। হলুদ, নুন টা দিতে হবে।

  5. 5

    এবার লেবুর রস টা দিয়ে ২-৩মিনিট নাড়তে হবে। লেবুর রস দেওয়া তে পেঁয়াজের রং টা একটু লাল হয়ে আসবে তখন ভাত টা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব কিছুর সাথে।

  6. 6

    ২মিনিট ভালো ভাবে নেড়ে নামিয়ে নিলেয় তৈরি লেমন রাইস।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Chameli Chatterjee
Chameli Chatterjee @cook_23071175

Similar Recipes