মুগ ডালের আমিষ ভুনা খিচুড়ি(Mugdaler Aamish Bhuna Khichdi recipe in Bengali)

Mallika Biswas
Mallika Biswas @cook_25321273

গোবিন্দভোগ চালের সাথে মুগ ডালের খিচুড়ি বর্ষাকালে খুবই সুস্বাদু লাগে।ভোগে সাধারণত এটাই হয়ে থাকে ।কিন্তু এখানে আমিষ করা হয়েছে কিছু সবজি ও মেশানো হয়েছে।

মুগ ডালের আমিষ ভুনা খিচুড়ি(Mugdaler Aamish Bhuna Khichdi recipe in Bengali)

গোবিন্দভোগ চালের সাথে মুগ ডালের খিচুড়ি বর্ষাকালে খুবই সুস্বাদু লাগে।ভোগে সাধারণত এটাই হয়ে থাকে ।কিন্তু এখানে আমিষ করা হয়েছে কিছু সবজি ও মেশানো হয়েছে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৬ জনের জন্য
  1. 500 গ্রামসোনা মুগ ডাল
  2. 500 গ্রামগোবিন্দভোগ চাল
  3. 1টিএক পেঁয়াজ কুচি করা
  4. 6টি কাঁচালঙ্কা চিরে নেওয়া
  5. 2 চা চামচ আদা বাটা
  6. 2 চা চামচ জিরেগুঁড়ো
  7. 4টিচার শুকনো লঙ্কা
  8. 4টে তেজপাতা
  9. 1টাএক টমেটো লম্বা করে কাটা
  10. 1 চা চামচগোটা জিরে
  11. পরিমাণ মতলবঙ্গ,এলাচ,দারচিনি
  12. 2 টো আলু ডুমো করে কাটা
  13. 1 টা গাজর ডুমো করে কাটা
  14. স্বাদ অনুযায়ীনুন
  15. পরিমাণমতো গরম জল
  16. 4 চা চামচচিনি
  17. 2চা চামচ ঘি
  18. 3 চা চামচহলুদের গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে শুকিয়ে এক চামচ ঘি মাখিয়ে নিতে হবে।

  2. 2

    সোনা মুগডাল লাল করে ভেজে ধুয়ে নিতে হবে।

  3. 3

    এবার একটা হাঁড়িতে চাল, ডাল এবং দেড় মগ জল দিয়ে তার সাথে হলুদ এক চামচ,নুন ২ চামচ দিয়ে ঢাকনা লাগিয়ে বসাতে হবে।

  4. 4

    পাশে অন্য প্যানে তেল দিয়ে আলুগুলো ভেজে তুলে নিতে হবে।

  5. 5

    এবার প্যানে তেল, জিরে,শুকনো লঙ্কা,তেজপাতা,গরম মসলা দিতে হবে আর সাথে হাডির চাল,ডাল নাড়তে হবে।

  6. 6

    প্যানে পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে বাদামি করে নিয়ে টমেটো,আদা আর জিরের গুঁড়ো দিতে হবে ।ভাজা ভাজা হলে আলু মেশাতে হবে ।সাথে হাঁড়ির চাল ও ডাল নাড়তে হবে।

  7. 7

    আলুতে হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ ও গরম জল মেশাতে হবে।

  8. 8

    আলু সিদ্ধ হয়ে এলে চাল-ডালের সাথে এটাকে মেশাতে হবে আর দেড় মগ গরম জল মেশাতে হবে।

  9. 9

    চাল সেদ্ধ হয়ে গেলে জল টেনে গেলে চিনি ও ঘি মেশাতে হবে ।তৈরি হলো মুগ ডালের আমিষ ভুনা খিচুড়ি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mallika Biswas
Mallika Biswas @cook_25321273

Similar Recipes