আম্মিনি কোড়হুকাট্টাই (Ammini Kozhukattai recipe in Bengali)

Luna Bose
Luna Bose @khanawithluna

#চাল
আম্মিনী কোড়হুকাট্টাই চালের আটা দিয়ে তৈরি দক্ষিণ ভারতীয় একটি সুস্বাদু স্বাস্থ্যকর ব্রেকফাস্ট বা স্ন্যাকস রেসিপি।

আম্মিনি কোড়হুকাট্টাই (Ammini Kozhukattai recipe in Bengali)

#চাল
আম্মিনী কোড়হুকাট্টাই চালের আটা দিয়ে তৈরি দক্ষিণ ভারতীয় একটি সুস্বাদু স্বাস্থ্যকর ব্রেকফাস্ট বা স্ন্যাকস রেসিপি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45 মিনিট
2 জন
  1. রাইস বলের জন্য
  2. 3/4 কাপচালের আটা
  3. 1.5 কাপজল
  4. 1.5টেবিল চামচ তেল
  5. পরিমাণ মতনুন
  6. ফোঁড়নের জন্য
  7. 2 চা চামচতেল
  8. 3/4 চা চামচসর্ষে
  9. 7-8 টিকারি পাতা
  10. 3/4টেবিল চামচ ছোলার ডাল
  11. 1 চা চামচকলাই ডাল
  12. 1/4 চা চামচজিরে
  13. 1 চিমটিহিং
  14. 2 টিকাঁচা লঙ্কা কুচি
  15. 1 টিশুকনো লঙ্কা
  16. 1/4 কাপনারকোল গ্রেট করা
  17. প্রয়োজন মতধনে পাতা কুচি
  18. স্বাদ অনুযায়ীনুন
  19. স্বাদ অনুযায়ীলেবুর রস

রান্নার নির্দেশ সমূহ

45 মিনিট
  1. 1

    রাইস বল - একটি সসপ্যানে জলে নুন ও তেল দিয়ে গরম করতে দিন। জল ফুটতে শুরু করলে আঁচ কমিয়ে দিয়ে চালের আটা দিয়ে ক্রমাগত নাড়তে থাকুন। ডো তৈরি হলে নামিয়ে নিন। ঢেকে একটু ঠাণ্ডা হতে দিন।

  2. 2

    একটু গরম থাকতে থাকতেই ডো মসৃণ করে রেখে হাতে একটু তেল মাখিয়ে ছোট ছোট বল গড়ে নিন। বলগুনি 15 মিনিট স্টিম করুন।

  3. 3

    এবার তেল গরম করে সরষে ও কারি পাতা ফোড়ন দিয়ে ছোলা ও কলাইয়ের ডাল দিয়ে বাদামি করে ভাজুন। এবার জিরে, হিং, শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কা যোগ করুন।

  4. 4

    এবার রাইস বল দিয়ে মসলার সাথে মিশিয়ে 5 মিনিট ভাজুন। গ্যাস অফ করে দিন। নুন, লেবুর রস, গ্রেট করা নারকেল ও ধনেপাতা কুচি মিশিয়ে দিন।

  5. 5

    গরম গরম পরিবেশন করুন ব্রেকফাস্ট বা উপভোগ করুন স্নাক্স হিসেবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Luna Bose
Luna Bose @khanawithluna

Similar Recipes