মাইক্রোওয়েভ জিরা রাইস (microwave jeera rice recipe in Bengali)

Reshmi Deb
Reshmi Deb @cook_17255099
শিলিগুড়ি

#চালের রেসিপি
পূজো পার্বনেই হোক বা যে কোনো ভুড়িভোজে,ঝরঝরে জিরা রাইস কিন্তু সবাই পছন্দ করে। আজ মাইক্রোওয়েভ জিরা রাইস রেসিপি শেয়ার করছি ।

মাইক্রোওয়েভ জিরা রাইস (microwave jeera rice recipe in Bengali)

#চালের রেসিপি
পূজো পার্বনেই হোক বা যে কোনো ভুড়িভোজে,ঝরঝরে জিরা রাইস কিন্তু সবাই পছন্দ করে। আজ মাইক্রোওয়েভ জিরা রাইস রেসিপি শেয়ার করছি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
৪-৫
  1. ৩ কাপ বাসমতী চাল
  2. ২ টেবিল চামচ ঘি
  3. ১ চা চামচ সাদা জিরা
  4. ১ চা চামচ জিরা গুঁড়া
  5. ২ টা তেজপাতা
  6. ৩ টা বড়ো এলাচ
  7. ১ টুকরো দারচিনি
  8. ৪ কাপ জল
  9. স্বাদমত নুন

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    প্রথমে একটি মাইক্রোওয়েভ প্যানে ঘি দিতে হবে। এবার এই প্যান ১০০ ডিগ্রি সেলসিয়াসে এক মিনিট গরম করতে হবে। এখন এতে তেজপাতা, দারুচিনি, এলাচ ও আস্ত জিরা দিতে হবে। আবারও ১০০ ডিগ্রি সেলসিয়াসে দুই মিনিট গরম করতে হবে।

  2. 2

    এখন এর মধ্যে জিরা গুঁড়া দিয়ে একই হিটে গরম করতে হবে। এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা চাল ও লবণ দিয়ে ভালো করে মিশিয়ে একই হিটে দুই মিনিট গরম করতে হবে। এখন এতে চার কাপ জল দিয়ে নেড়ে প্যানটি ওভেনে দিতে হবে।

  3. 3

    ৬০ ডিগ্রি সেলসিয়াসে ২০ মিনিট ওভেনে হিট দিতে হবে। চাল সেদ্ধ হয়ে গেলে ওভেন থেকে বের করে এর ওপরে ধনেপাতা কুচি ছড়িয়ে(অপশনাল) গরম গরম পরিবেশন করুন জিরা রাইস।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Reshmi Deb
Reshmi Deb @cook_17255099
শিলিগুড়ি
টিচার, রান্না আমার passion
আরও পড়ুন

Similar Recipes