প্রন চীজ পাস্তা (Prawn Cheese Pasta in Bengali Recipe)

Srimayee Mukhopadhyay
Srimayee Mukhopadhyay @cook_25187502

#মাছের রেসিপি
#ebook2
#জামাইষষ্ঠী
এই রেসিপিটি আমি আমার মতো করে বানিয়েছি,আমার ছেলের খুব পছন্দের খাবার।জামাই ষষ্ঠীর বিকেলের নাস্তা হিসেবে জমে যাবে।

প্রন চীজ পাস্তা (Prawn Cheese Pasta in Bengali Recipe)

#মাছের রেসিপি
#ebook2
#জামাইষষ্ঠী
এই রেসিপিটি আমি আমার মতো করে বানিয়েছি,আমার ছেলের খুব পছন্দের খাবার।জামাই ষষ্ঠীর বিকেলের নাস্তা হিসেবে জমে যাবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
৩জনের জন্য
  1. ২৫০ গ্রাম পাস্তা
  2. ১০০ গ্রাম চিংড়ি মাছ
  3. ১০০ গ্রাম পনির
  4. ১টি পেঁয়াজ স্কোয়ার করে কাটা
  5. ১টি ক্যাপ্সিকাম স্কোয়ার করে কাটা
  6. ২কাপ দুধ
  7. ২টেবিল চামচ ময়দা
  8. ২চা চামচ রসুন কুঁচি
  9. স্বাদমতোনুন
  10. ২টেবিল চামচ মেল্টেড বাটার
  11. পরিমান মতোচীজ
  12. ৩ চা চামচ অরিগ্যানো
  13. ২চা চামচ চিলি ফ্লেক্স
  14. ১টি গাজর স্কোয়ার করে কাটা
  15. ২চা চামচ রিফাইন তেল
  16. ২টেবিল চামচ পাস্তা সেদ্ধর জল
  17. পরিমাণ মতোজল
  18. পরিমান মতো লঙ্কা কুঁচি
  19. ১চা চামচ গোলমরিচ গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    প্রথমেই পাস্তা জল,নুন,তেল দিয়ে সেদ্ধ করে নিতে হবে।সেদ্ধ হলে ঠান্ডা জলে ধুতে হবে।

  2. 2

    প্রন,পনির বাটারে হাল্কা করে ভেজে নিয়ে তাতেই লঙ্কা কুঁচি রসুন, পেঁয়াজ,ক্যাপ্সিকাম, গাজর,সমস্ত কিছু হাল্কা করে ভেজে নিতে হবে।

  3. 3

    এবার কড়াইতে বাটার দিয়ে ময়দা দিয়ে কিছুক্ষণ ভূনতে হবে ময়দা একটু ব্রাউন হলে একটু একটু করে দুধ মেশাতে হবে।যাতে কোনো লাম না থাকে। মিশ্রণটি খুব গাঢ় বা পাতলা হবে না।

  4. 4

    এবার মিশ্রনটির মধ্যে চিজ গ্রেট করে দিয়ে তাতে পনির,প্রন,ও ভাজা সমস্ত সবজি দিয়ে সমানে নাড়তে হবে।গাঢ় হয়ে গেলে পরিমান মতো গরম দুধ দেওয়া যাবে।

  5. 5

    এবার হয়ে এলে অরগানো, চিজ,চিলি ফ্লেক্স,গোলমরিচ গুড়ো দিয়ে নেড়ে নিয়ে গরম,গরম পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Srimayee Mukhopadhyay
Srimayee Mukhopadhyay @cook_25187502

Similar Recipes