মশলা চা (Moshla Chaa recipe in Bengali)

Runu Chowdhury
Runu Chowdhury @cook_20969727

আজকে সকলে করোনা সংক্রমণ এর কথা ভেবে চিন্তিত। ঘরোয়া উপায়ে যাতে কিছুটা করোনা প্রতিশোধক হিসাবে প্রায়ই মানুষ এই চা প্রতিদিন একবার করে খাচ্ছে। যেমন আমি আর আমার পরিবারের মানুষ নিয়মিত খাচ্ছি। এককথায় ঠাকুমার টোটকা ও বলতে পারো। এই চা সর্দি কাশি হলেও বেশ আরাম দেয়।

মশলা চা (Moshla Chaa recipe in Bengali)

আজকে সকলে করোনা সংক্রমণ এর কথা ভেবে চিন্তিত। ঘরোয়া উপায়ে যাতে কিছুটা করোনা প্রতিশোধক হিসাবে প্রায়ই মানুষ এই চা প্রতিদিন একবার করে খাচ্ছে। যেমন আমি আর আমার পরিবারের মানুষ নিয়মিত খাচ্ছি। এককথায় ঠাকুমার টোটকা ও বলতে পারো। এই চা সর্দি কাশি হলেও বেশ আরাম দেয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১০ মিনিট
৩ জন
  1. ১/৪চা চামচচা
  2. ১ টেবিল চামচচিনি
  3. ১/২লেবু
  4. ১/২গোলমরিচ গুঁড়ো
  5. ৪-৫টিলবঙ্গ
  6. ১টুকরোদারুচিনি ছোটো
  7. ৩টিছোটো এলাচ
  8. ১চা চামচবিট লবণ
  9. ১ইঞ্চিআদা থেতো করা
  10. ১টিতেজ পাতা
  11. ১/২কাপজল

রান্নার নির্দেশ সমূহ

১০ মিনিট
  1. 1

    সমস্ত উপকরন নিলাম একটি পাত্রে।

  2. 2

    চিনি, লেবুর রস ও চা ছাড়া সমস্ত উপকরন জল ফুটলে যোগ করে ফোটাতে হবে জলের রং লালচে হওয়া পর্যন্ত।

  3. 3

    চা, চিনি ও লেবুর রস দিয়ে ১ মিনিট ফুটিয়ে কাপ এ ছেঁকে কাপ এ দিলেই তৈরি মশলা চা। গরম গরম খেলে বেশ ভালো লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Runu Chowdhury
Runu Chowdhury @cook_20969727
আমি রান্না নিয়ে অনেক রকম ঘরোয়া গবেষনা করতে ভালোবাসি। প্রথাগত রান্না আমার খুবই প্রিয়। রান্নাবান্না আমার কয়েকটি সখের মধ্যে অন্যতম একটি।
আরও পড়ুন

Similar Recipes